সম্প্রতি বিভিন্ন সামরিক একাডেমি থেকে স্নাতক হওয়ার পরে আটকে থাকা ৮০ জন আফগান ক্যাডেটকে ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতার প্রশিক্ষণ দেবে ভারত। ০৪ ফেব্রুয়ারী, শুক্রবার, জারি করা এক বিবৃতিতে আফগানিস্তানে নিযুক্ত ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ভারত এই আফগান ক্যাডেটদের ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা (আইটিইসি) প্রোগ্রামের অধীনে ব্যবসা এবং অফিসের উদ্দেশ্যে কার্যকর ইংরেজি যোগাযোগের জন্য ১২ মাসের প্রশিক্ষণ কর্মসূচি অফার করবে।
ভারত সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে দিল্লীস্থ আফগান দূতাবাস। উক্ত ক্যাডেটদের বাসস্থান এবং মাসিক ভাতার ব্যবস্থা করবে বলেও ঘোষণা দিয়েছে তাঁরা। প্রোগ্রামটি আগামী ০৭ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়ার কথা রয়েছে। ৮০ তরুণ ক্যাডেটকে ভারতের তিনটি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে রাখা হবে।
খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক