জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিজেদের ভূমিকা, চাহিদা এবং দায়িত্ব সম্পর্কিত ইস্যুতে পরামর্শ সভা করেছে ভারত এবং যুক্তরাজ্য। গত ০৩ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার, নয়াদিল্লীতে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানায় ভারতীয় পররাষ্ট্র দপ্তর।
বিবৃতি অনুসারে জানা গিয়েছে, বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ, শান্তিরক্ষা, নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা কমিটি এবং সংস্কার সম্পর্কিত বিষয়াদিতে মতবিনিময় করেন ভারত এবং যুক্তরাজ্যের প্রতিনিধিগণ। আঞ্চলিক ও বৈশ্বিক সমসাময়িক নানা ইস্যুতেও মতবিনিময় করেন তাঁরা। পাশাপাশি আগামী এপ্রিলে নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্যের আসন্ন সভাপতিত্বের জন্যেও শুভকামনা জানিয়েছে ভারত।
এছাড়াও, বহুপাক্ষিক প্ল্যাটফর্ম জুড়ে ঘনিষ্ঠভাবে একসাথে কাজ করতে এবং কমনওয়েলথের কাঠামোতে সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে ভারত এবং যুক্তরাজ্য। বৈঠকে ভারতীয় দলকে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ইউএন পলিটিক্যাল) প্রকাশ গুপ্ত এবং ইউকে পক্ষের নেতৃত্বে ছিলেন ইউএন-ইউকে-কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) ডেপুটি পলিটিক্যাল ডিরেক্টর হ্যারিয়েট ম্যাথিউস সিএমজি ওবিই। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক