অস্ট্রেলিয়ার সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রিক বারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। ০২ ফেব্রুয়ারী, বুধবার, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন উভয়ে। পরবর্তীতে ভারতের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের এক টুইটে বিষয়টি জানানো হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা সহযোগিতা। এমন সময়ে দুই সেনা প্রধানের ফোনালাপ। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ২+২ মন্ত্রী পর্যায়ের বৈঠকে মিলিত হয়েছিলো ভারত ও অস্ট্রেলিয়া। তখন আলোচনার টেবিলে বসেছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন এবং প্রতিরক্ষা মন্ত্রী পিটার ডাটন।
জানা গিয়েছে, সেনাপ্রধানদের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে উভয় রাষ্ট্র। রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা এবং প্রতিরক্ষা-সম্পর্কিত বিষয়ে আরও ঘনিষ্ঠ হওয়ার বিষয়েও প্রতিশ্রুতি দিয়েছে দুই পক্ষ। তাছাড়া, প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর স্বার্থে শীঘ্রই বড় পর্যায়ে বৈঠক আহবানের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন দুই সেনাপ্রধান।
প্রসঙ্গত, কূটনৈতিক এবং বাণিজ্যিক উভয় ক্ষেত্রেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার। প্রায় সকল বহুপাক্ষিক ফোরামে এঁকে অন্যকে সমর্থন দিয়ে থাকে দেশ দুটো। তাছাড়া কোয়াড গঠন পূর্বক রাজনৈতিক গতিধারার সমান্তরালে এসে পৌঁছেছে দু দেশের সরকার।
খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক