সামুদ্রিক নিরাপত্তা ইস্যুতে দ্বিতীয়বারের মতো সংলাপ করেছে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চল এবং ভারতের ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগে সহযোগিতার বিষয়েও বিস্তর আলোচনা করেছে দু পক্ষ। ০১ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। বৈঠকটি ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়।
বিবৃতি অনুসারে, গতবছর জুনে এডেন উপসাগরে অনুষ্ঠিত ভারত-ইইউ যৌথ মহড়ার পর পুনরায় সামুদ্রিক ডোমেন সচেতনতা, সক্ষমতা-নির্মাণ এবং যৌথ নৌ ক্রিয়াকলাপের উপর আলোচনা শুরু করেছে দু পক্ষ। পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি অবাধ, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং নিয়ম-ভিত্তিক সামুদ্রিক ব্যবস্থার প্রতিষ্ঠাকল্পে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন উভয় পক্ষের প্রতিনিধিগণ।
আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব, গণতন্ত্র, আইনের শাসন, নৌ চলাচল এবং ওভারফ্লাইটের স্বাধীনতা, বাধাবিহীন আইনী বাণিজ্যের প্রতি শ্রদ্ধাশীল হতে ভারত-ইইউ এর মধ্যকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে ভবিষ্যতেও আলোচনা চালিয়ে যাবার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে দু পক্ষ। তাছাড়া, জাতিসংঘের কনভেনশনে গৃহীত সমুদ্র আইন সংক্রান্ত বিষয়েও বিস্তর আলোচনা হয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করেন ভারতীয় পররাষ্ট্র দপ্তরের নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক যুগ্ম সচিব সন্দীপ আর্য এবং ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতির পরিচালক জোয়ানেকে বালফুর্ট। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক