বিশেষ কূটনৈতিক অবস্থান এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপটকে সামনে রেখে আসন্ন সময়ে নিরাপত্তা পরিষদের বিভিন্ন ইস্যুতে আরও ঘনিষ্ঠ হবার সিদ্ধান্ত নিয়েছে ভারত ও রাশিয়া। ৩১ জানুয়ারী, সোমবার, নয়াদিল্লিতে এক বৈঠকে মিলিত হোন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) রীনাত সান্ধু এবং রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন। সেখানে মতবিনিময়কালেই উক্ত সিদ্ধান্তে পৌঁছান তাঁরা।
পরবর্তীতে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র অরিন্দম বাগচীর এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে তিনি লিখেছেন, আগামী ফেব্রুয়ারী মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আসন্ন সভাপতিত্বের জন্য রাশিয়াকে অভিনন্দন জানিয়েছে ভারতীয় প্রতিনিধি দল। পাশাপাশি বিদ্যমান পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে কৌশলগত অংশীদারিত্ব এবং সহযোগিতা বাড়ানোর বিষয়েও একমত হয়েছেন তাঁরা।
উল্লেখ্য, চলতি বছরের শেষ নাগাদ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে ভারত। চলতি এই মেয়াদে নিরাপত্তা পরিষদের তিনটি কমিটির নেতৃত্ব দিচ্ছে ভারত। সেগুলো যথাক্রমে, তালেবান নিষেধাজ্ঞা কমিটি, লিবিয়া নিষেধাজ্ঞা কমিটি এবং কাউন্টার টেরোরিজম কমিটি।
এর আগে গত ০৬ ডিসেম্বর ভারত সফর করেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। তখন বেশ অনেকগুলো দ্বিপাক্ষিক চুক্তির পাশাপাশি নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক ইস্যুতে ভারতকে সমর্থনের কথা জানিয়েছিলেন পুতিন। তাছাড়া, এক যৌথ বিবৃতির মাধ্যমে রুশ-ভারত ঘনিষ্ঠতার কথাও তুলে ধরেছিলো উভয় দেশের সরকার। একই সঙ্গে বিশ্ব ব্যবস্থার নিরাপত্তার জন্য এবং শান্তি স্থাপনে দু দেশের মধ্যে বন্ধন আরও শক্তিশালী করার কথা বলা হয়েছিলো সেখানে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই নিরাপত্তা পরিষদে সংস্কারের দাবিতে সরব ভারত। আঞ্চলিক গুরুত্বের কথা বিবেচনা করে নিরাপত্তা পরিষদে প্রতিনিধি বৃদ্ধি এবং ভারতের স্থায়ী সদস্যপদের দাবি অনেকদিনের। রাশিয়াও ভারতের এই দাবিতে সমর্থন দিয়ে থাকে। গত আগস্টে নিরাপত্তা পরিষদে ভারতের সভাপতিত্বকালীন সময়েও সবার আগে শুভেচ্ছাবার্তা জানায় রাশিয়া। পাশাপাশি বরাবর অনুপস্থিত থাকলেও নিরাপত্তা পরিষদে মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশও নিয়েছিলেন পুতিন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক