০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সন্ত্রাসদমনে একযোগে কাজের অঙ্গীকার ভারত-মার্কিন শীর্ষ কর্তাদের

বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনার পাশাপাশি সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা, গুরুত্বপূর্ণ অবকাঠামো পর্যবেক্ষণ, বৈশ্বিক সরবরাহ চেইন সুরক্ষিত করা, সামুদ্রিক ও বিমান নিরাপত্তা নিশ্চায়ন এবং শুল্ক প্রয়োগে সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র। গত ১২ জানুয়ারী, বুধবার, ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত ভারত-মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডায়ালগের সিনিয়র অফিসারদের সভায় এসব বিষয়ে আলোচনা করা হয়।

পরবর্তীতে এই বৈঠক সম্পর্কে একটি বিবৃতি জারি করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উক্ত বৈঠকের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কৌশল, নীতি ও পরিকল্পনা বিভাগের আন্ডার সেক্রেটারি রবার্ট সিলভার। বৈঠকে উভয় দেশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উপরোক্ত বিষয়াদির পাশাপাশি বাণিজ্য নিরাপত্তা ও বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে হোমল্যান্ড সিকিউরিটি ডায়ালগের অধীনে আইন প্রয়োগকারী সংস্থা সমূহকে যুক্ত করার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ আয়োজনের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তাছাড়া, চলতি বছরের শেষ দিকে হোমল্যান্ড সিকিউরিটি ডায়ালগের অধীনে মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে, বিদ্যমান সম্পর্ক নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছে দুই দেশের শীর্ষ কর্তাগণ।

প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে মার্কিন-ভারত হোমল্যান্ড সিকিউরিটি ডায়ালগ পুনঃপ্রতিষ্ঠা করতে সম্মত হয়েছিলো উভয় দেশের কর্তৃপক্ষ। সেসময় যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধু এবং মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো এন মায়োরকাসের মধ্যে একটি আলোচনা অনুষ্ঠিত হয়েছিলো। দুই দেশের মধ্যে প্রথম হোমল্যান্ড সিকিউরিটি ডায়লগ হয়েছিলো ২০১১ সালে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

সন্ত্রাসদমনে একযোগে কাজের অঙ্গীকার ভারত-মার্কিন শীর্ষ কর্তাদের

প্রকাশ: ১২:৩৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২

বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনার পাশাপাশি সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা, গুরুত্বপূর্ণ অবকাঠামো পর্যবেক্ষণ, বৈশ্বিক সরবরাহ চেইন সুরক্ষিত করা, সামুদ্রিক ও বিমান নিরাপত্তা নিশ্চায়ন এবং শুল্ক প্রয়োগে সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র। গত ১২ জানুয়ারী, বুধবার, ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত ভারত-মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডায়ালগের সিনিয়র অফিসারদের সভায় এসব বিষয়ে আলোচনা করা হয়।

পরবর্তীতে এই বৈঠক সম্পর্কে একটি বিবৃতি জারি করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উক্ত বৈঠকের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কৌশল, নীতি ও পরিকল্পনা বিভাগের আন্ডার সেক্রেটারি রবার্ট সিলভার। বৈঠকে উভয় দেশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উপরোক্ত বিষয়াদির পাশাপাশি বাণিজ্য নিরাপত্তা ও বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে হোমল্যান্ড সিকিউরিটি ডায়ালগের অধীনে আইন প্রয়োগকারী সংস্থা সমূহকে যুক্ত করার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ আয়োজনের বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তাছাড়া, চলতি বছরের শেষ দিকে হোমল্যান্ড সিকিউরিটি ডায়ালগের অধীনে মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে, বিদ্যমান সম্পর্ক নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছে দুই দেশের শীর্ষ কর্তাগণ।

প্রসঙ্গত, গত বছর মার্চ মাসে মার্কিন-ভারত হোমল্যান্ড সিকিউরিটি ডায়ালগ পুনঃপ্রতিষ্ঠা করতে সম্মত হয়েছিলো উভয় দেশের কর্তৃপক্ষ। সেসময় যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত তারানজিৎ সিং সান্ধু এবং মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো এন মায়োরকাসের মধ্যে একটি আলোচনা অনুষ্ঠিত হয়েছিলো। দুই দেশের মধ্যে প্রথম হোমল্যান্ড সিকিউরিটি ডায়লগ হয়েছিলো ২০১১ সালে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক