০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

করোনা রোধে ফিজিকে পিপিই, টেস্ট কিট উপহার ভারতের

মহামারী মোকাবেলার চলমান প্রচেষ্টা জোরদারের অংশ হিসেবে মিত্র রাষ্ট্র ফিজিকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম যথা: র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট, থার্মোমিটার, হ্যান্ড স্যানিটাইজার, এন-৯৫ মাস্ক, এবং ব্যাক্তিগত সুরক্ষা সরঞ্জাম- পিপিই উপহার দিলো ভারত। ৩১ জানুয়ারী, সোমবার, ফিজির পররাষ্ট্র মন্ত্রণালয়কে উক্ত সরঞ্জামাদি পৌছে দেন দেশটিতে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার।

পরবর্তীতে ফিজিস্থ ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। ফিজির জনগণের সঙ্গে বিশেষ মিত্রতা ও সংহতির অংশ হিসেবে এসব উপহার সামগ্রী পাঠানো হয়েছে বলে জানায় তাঁরা। এর আগে গতবছর মার্চ মাসে ফিজির প্রধানমন্ত্রী বাইনিমারামার কাছে ১ লক্ষ ডোজ কোভিশিল্ড টিকার ডোজ উপহার পাঠিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ঘনিষ্ঠ হচ্ছে ভারত ও ফিজির মধ্যকার কূটনৈতিক সম্পর্ক। বিশেষ করে ২০১৪ সালে ফোরাম ফর ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ডস কো-অপারেশন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটি সফরের পর থেকে এই সম্পর্ক এক নতুন মাত্রা লাভ করেছে।

এরপরের বছরই অর্থাৎ, ২০১৫ সালে দ্বিতীয় ফোরাম ফর ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ডস কো-অপারেশন সম্মেলনে যোগ দিতে ভারতের জয়পুরে আসেন ফিজির প্রধানমন্ত্রী জোসাইয়া ভোরেক বেইনিমারামা। এছাড়াও, ২০১৬ সালের মে মাসে জাতিসংঘের বিশ্ব মানবিক সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশ্যে যাত্রাপথে ভারতে যাত্রাবিরতি করেন তিনি। ২০১৮ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর উদ্বোধনী সম্মেলনেও অংশগ্রহণ করেছিলেন তিনি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

করোনা রোধে ফিজিকে পিপিই, টেস্ট কিট উপহার ভারতের

প্রকাশ: ০৯:১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২

মহামারী মোকাবেলার চলমান প্রচেষ্টা জোরদারের অংশ হিসেবে মিত্র রাষ্ট্র ফিজিকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম যথা: র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট, থার্মোমিটার, হ্যান্ড স্যানিটাইজার, এন-৯৫ মাস্ক, এবং ব্যাক্তিগত সুরক্ষা সরঞ্জাম- পিপিই উপহার দিলো ভারত। ৩১ জানুয়ারী, সোমবার, ফিজির পররাষ্ট্র মন্ত্রণালয়কে উক্ত সরঞ্জামাদি পৌছে দেন দেশটিতে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার।

পরবর্তীতে ফিজিস্থ ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। ফিজির জনগণের সঙ্গে বিশেষ মিত্রতা ও সংহতির অংশ হিসেবে এসব উপহার সামগ্রী পাঠানো হয়েছে বলে জানায় তাঁরা। এর আগে গতবছর মার্চ মাসে ফিজির প্রধানমন্ত্রী বাইনিমারামার কাছে ১ লক্ষ ডোজ কোভিশিল্ড টিকার ডোজ উপহার পাঠিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ঘনিষ্ঠ হচ্ছে ভারত ও ফিজির মধ্যকার কূটনৈতিক সম্পর্ক। বিশেষ করে ২০১৪ সালে ফোরাম ফর ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ডস কো-অপারেশন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটি সফরের পর থেকে এই সম্পর্ক এক নতুন মাত্রা লাভ করেছে।

এরপরের বছরই অর্থাৎ, ২০১৫ সালে দ্বিতীয় ফোরাম ফর ইন্ডিয়া-প্যাসিফিক আইল্যান্ডস কো-অপারেশন সম্মেলনে যোগ দিতে ভারতের জয়পুরে আসেন ফিজির প্রধানমন্ত্রী জোসাইয়া ভোরেক বেইনিমারামা। এছাড়াও, ২০১৬ সালের মে মাসে জাতিসংঘের বিশ্ব মানবিক সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশ্যে যাত্রাপথে ভারতে যাত্রাবিরতি করেন তিনি। ২০১৮ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর উদ্বোধনী সম্মেলনেও অংশগ্রহণ করেছিলেন তিনি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক


Fatal error: Uncaught wfWAFStorageFileException: Unable to save temporary file for atomic writing. in /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php:34 Stack trace: #0 /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php(658): wfWAFStorageFile::atomicFilePutContents('/home/nabajugc/...', '<?php exit('Acc...') #1 [internal function]: wfWAFStorageFile->saveConfig('livewaf') #2 {main} thrown in /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php on line 34