শ্রীলঙ্কার অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসের সাথে একটি ভার্চুয়াল বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ১৫ জানুয়ারী, শনিবার, দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা করেন দুই নেতা। বৈঠকে খাদ্য, ওষুধ এবং জরুরী প্রয়োজনীয় দ্রব্যাদি আমদানি ও রপ্তানীর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
পরবর্তীতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়, শ্রীলঙ্কাকে ভারত থেকে প্রয়োজনীয় দ্রব্যাদি আমদানির জন্য ১ বিলিয়ন মার্কিন ডলার এবং জ্বালানী আমদানির জন্য আরও ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সুবিধা দিচ্ছে ভারত। এছাড়া, সার্কের মুদ্রা ব্যবস্থার অধীনে শ্রীলঙ্কায় প্রায় ৪০০ মিলিয়ন ডলার লাইন অব ক্রেডিট বাড়ানো এবং এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন নিষ্পত্তির স্থগিতকরণ এর জন্য আরও ৫০০ মিলিয়ন ডলার সহায়তার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লী। আগামী দু মাসের মাঝে লঙ্কায় প্রায় ৫১৫ মিলিয়ন ডলার পাঠানো হবে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, আলোচনাকালে ভারতের দীর্ঘ দিনের সহযোগিতার কথা স্মরণ করেন লঙ্কান অর্থমন্ত্রী বাসিল রাজাপাক্ষে। পাশাপাশি দুর্দিনে ভারতীয় সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। শ্রীলঙ্কায় বন্দর, অবকাঠামো, শক্তি, নবায়নযোগ্য শক্তি, বিদ্যুৎ এবং উত্পাদন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারতীয় বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন রাজাপাক্ষে পরিবারের এই নেতা। পাশাপাশি তিনি ভারতকে আশ্বাস দিয়েছেন যে, এই ধরনের বিনিয়োগকে উত্সাহিত করার জন্য একটি অনুকূল পরিবেশ প্রদান করা হবে।
এসময়, ভারত সবসময়ই শ্রীলঙ্কার পাশে ছিলো এবং সম্ভাব্য সব পরিস্থিতিতেই পাশে থাকবে বলে মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মহামারী সহ অন্য সকল অর্থনৈতিক ও জটিল চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত সরকার শ্রীলঙ্কার পাশে থাকবে বলে জানিয়ে দেন অভিজ্ঞ এই কূটনীতিক।
আলোচনার এক পর্যায়ে, শ্রীলঙ্কায় আটক ভারতীয় জেলেদের মুক্তির বিষয়েও আর্জি জানিয়েছেন জয়শঙ্কর।
খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক