১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আজ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভাষণ দিবেন মোদী

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দাভোস এজেন্ডায় ভাষণ দিতে চলেছেন নরেন্দ্র মোদী। ১৭ জানুয়ারী, সোমবার, রাত সাড়ে আটটায় ভার্চুয়াল মাধ্যমে সেই সভায় অংশ নেবেন তিনি। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠানটিতে বক্তব্য রাখবেন ভারতের প্রধানমন্ত্রী।

সোমবার থেকেই শুরু হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ আলোচনা সভা ‘দাভোস এজেন্ডা’। সম্পূর্ণ ভার্চুয়ালি হবে সভাটি। ১৭ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে এই দাভোস এজেন্ডা। এই আলোচনা সভায় অংশ নেবেন বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান। আর উদ্বোধনী দিনই বিশেষ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ওয়েবসাইটে ও সোশ্যাল মিডিয়া চ্যানেলে শোনা যাবে সভার গোটা ভাষণ। এই নিয়ে পরপর দু বছর করোনা পরিস্থিতির জেরে ভার্চুয়াল মাধ্যমেই সভা করতে হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে। চলতি বছরের শেষে রয়েছে ফোরামের বার্ষিক সভা। ২০২২-এ বিশ্বের অর্থনীতি কোন দিকে এগোবে, সেই বিষয়েই বক্তব্য রাখবেন বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিরা।

দাভোস এজেন্ডায় ভার্চুয়ালি যোগ দেবেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুয়া ভন ডের লেইয়েন, ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ ছাড়া বিশ্বের প্রথম সারির বেশ কয়েকজন শিল্পপতিও অংশ নেবেন এই আলোচনা সভায়। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরাও থাকবেন বলে জানা গিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়াসিস, আন্তর্জাতিক অর্থভাণ্ডারের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিশেষ দূত জন এফ কেরি, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের প্রেসিডেন্ট ক্রিস্টিন ল্যাগার্দে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডিরেক্টর এনগোজি ওকোনজো-আইউইয়ালাও এই আলোচনাসভায় যোগ দেবেন বলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তরফ থেকে জানানো হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

আজ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ভাষণ দিবেন মোদী

প্রকাশ: ০৪:০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দাভোস এজেন্ডায় ভাষণ দিতে চলেছেন নরেন্দ্র মোদী। ১৭ জানুয়ারী, সোমবার, রাত সাড়ে আটটায় ভার্চুয়াল মাধ্যমে সেই সভায় অংশ নেবেন তিনি। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠানটিতে বক্তব্য রাখবেন ভারতের প্রধানমন্ত্রী।

সোমবার থেকেই শুরু হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিশেষ আলোচনা সভা ‘দাভোস এজেন্ডা’। সম্পূর্ণ ভার্চুয়ালি হবে সভাটি। ১৭ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে এই দাভোস এজেন্ডা। এই আলোচনা সভায় অংশ নেবেন বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান। আর উদ্বোধনী দিনই বিশেষ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ওয়েবসাইটে ও সোশ্যাল মিডিয়া চ্যানেলে শোনা যাবে সভার গোটা ভাষণ। এই নিয়ে পরপর দু বছর করোনা পরিস্থিতির জেরে ভার্চুয়াল মাধ্যমেই সভা করতে হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে। চলতি বছরের শেষে রয়েছে ফোরামের বার্ষিক সভা। ২০২২-এ বিশ্বের অর্থনীতি কোন দিকে এগোবে, সেই বিষয়েই বক্তব্য রাখবেন বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিরা।

দাভোস এজেন্ডায় ভার্চুয়ালি যোগ দেবেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুয়া ভন ডের লেইয়েন, ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ ছাড়া বিশ্বের প্রথম সারির বেশ কয়েকজন শিল্পপতিও অংশ নেবেন এই আলোচনা সভায়। বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরাও থাকবেন বলে জানা গিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়াসিস, আন্তর্জাতিক অর্থভাণ্ডারের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিশেষ দূত জন এফ কেরি, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের প্রেসিডেন্ট ক্রিস্টিন ল্যাগার্দে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডিরেক্টর এনগোজি ওকোনজো-আইউইয়ালাও এই আলোচনাসভায় যোগ দেবেন বলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তরফ থেকে জানানো হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক