বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ভারত সরকারের পক্ষ থেকে পটুয়াখালী পৌরসভাকে একটি আইসিইউ অ্যাম্বুলেন্স উপহার দেওয়া হয়েছে। গত ১৫ জানুয়ারী, শনিবার, বেলা আড়াইটার দিকে পটুয়াখালী পৌরসভার পুরাতন ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পৌর মেয়র মহিউদ্দিন আহমেদের কাছে অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন ভারতীয় সহকারী হাইকমিশনার (খুলনা) শ্রী রাজেশ কুমার রায়না।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, পৌর এলাকার মধ্যে মানুষ বিনা মূল্যে এই অ্যাম্বুলেন্সের সেবা পাবেন। নির্দিষ্ট হটলাইনে কল করলেই পৌরবাসীর দ্বারপ্রান্তে অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে। শিগগিরই এ অ্যাম্বুলেন্সের সেবা কার্যক্রম চালু হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত আলী আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার।
অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত বীর শহীদসহ মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা ভারতীয় সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
এছাড়াও, গত ১৩ জানুয়ারী, পাবনা পৌরসভাকে আইসিইউ অ্যাম্বুলেন্স উপহার দেয় ভারত। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্রি পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধানের কাছে এই জীবন রক্ষাকারী (লাইফ সাপোর্ট) অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।
এর আগে গত মার্চে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারই অংশ হিসেবে এ অ্যাম্বুলেন্স দেওয়া হলো বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক