এবার দিল্লির ইন্ডিয়া গেটে বসছে নেতাজির স্ট্যাচু। ২৩ জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্মদিনে ইন্ডিয়া গেইটে গ্র্যানাইটে তৈরি তাঁর মূর্তির উদ্বোধন করা হবে। ঘোষণাটি দিয়েছেন স্বয়ং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় মোদী লেখেন, “সমগ্র জাতি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন করছে। এমন এক সময়ে আমি আনন্দের সাথে সবাইকে জানাতে চাই যে গ্র্যানাইট দিয়ে তৈরি তাঁর এক বিশাল মূর্তি ইন্ডিয়া গেটে স্থাপিত হবে। এটা হবে তাঁর প্রতি ভারতের ঋণের প্রতীক।”
তিনি আরও জানান, মূর্তিটি নির্মিত না হওয়া পর্যন্ত এই একই জায়গায় নেতাজির একটি হলোগ্রাম আবক্ষ প্রদর্শিত হবে। অর্থাৎ, যতদিন না মূর্তির কাজ শেষ হয়, ততোদিন হলোগ্রাম স্ট্যাচু থাকবে ওই জায়গায়। ২৩ জানুয়ারি সেই হলোগ্রাম স্ট্যাচুর উদ্বোধন হবে।
সরকারি সূত্রে খবর, ১৯৬৮ সালে ইন্ডিয়া গেট থেকে রাজা পঞ্চম জর্জের মূর্তিটি সরিয়ে নেওয়া হয়। এবার সেই জায়গাতেই বসছে ২৮ ফুট উঁচু ও ৬ ফুট দৈর্ঘ্যের নেতাজি মূর্তি।
এছাড়া, এবার থেকে ২৪ জানুয়ারির পরিবর্তে প্রতি বছর ২৩ জানুয়ারি থেকে শুরু হবে প্রজাতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠান। যাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী অন্তর্ভুক্ত করা যায়, সেই লক্ষ্যে। এর আগে নরেন্দ্র মোদীর সরকার সুভাষ চন্দ্র বসুর জন্মদিনটিকে পরাক্রম দিবস হিসেবে পালন শুরু করে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক