ভারতে ক্রমশ নিম্নমুখী হচ্ছে করোনা গ্রাফের রেখা। গত তিন দিনের মতো রবিবারও এই প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী সেখানে দৈনিক কোভিড আক্রান্তের মোট সংখ্যা কমে হয়েছে দুই লাখ ৩৪ হাজার।
পাশাপাশি বেড়েছে দৈনিক সুস্থ হওয়ার হার। গত শনিবার ভারতের কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী সুস্থতার হার ছিলো ৯৩ দশমিক ৮৯ শতাংশ। তবে রবিবার তা বেড়ে হয়েছে ৯৪ দশমিক ২১ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিডে ৮৯৩ জনের মৃত্যু হয়েছে। কিন্তু এরই মাঝে আরও এক মাইলফলক স্পর্শ করেছে ভারত।
এক টুইটবার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন, “দেশের ৭৫ শতাংশ প্রাপ্তবয়স্ক এখন সম্পূর্ণ ভ্যাকসিনেটেড।” এই মাইলস্টোনকে সামনে রেখেই দেশবাসীকে শুভেচ্ছা জানান মোদী। তিনি আরও লিখেছেন, “যাঁরা এই উদ্যোগকে বাস্তবে সাফল্যের রূপ দিয়েছেন, তাঁদের সকলের জন্য গর্বিত।”
এর আগে করোনা টিকা দানের এই সাফল্যের কথা জানিয়ে টুইট করেছিলেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দাভিয়া। তাঁর টুইটের জবাবেই উক্ত বার্তা লিখেন মোদী। পরিসংখ্যান অনুযায়ী, ভারতে ১৬৫.৭ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে এখনও পর্যন্ত। এর মাঝে ৯৮.৮৭ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে প্রথম ডোজ হিসাবে। দ্বিতীয় ডোজ হিসাবে ৭০.৫৭ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি ২০২১ শুরু হয়েছিল দেশের প্রথম করোনা ভ্যাকসিন দানের উদ্যোগ। এরপর, ২০২২ সালে তার দ্বিতীয় পর্বে ১৫-১৮ বছর বয়স্কদের দেওয়া হচ্ছে ভ্যাকসিন। সঙ্গে চলছে বর্ষীয়ানদের বুস্টার ডোজ। এই পরিস্থিতিতে, সর্বমোট ১২.৪৩ কোটিরও বেশি ভ্যাকসিন দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে রয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক