১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় নৌবাহিনীর সাথে মহড়া করতে মুম্বাই পৌঁছেছে জার্মান ফ্রিগেট

ভারতীয় নৌবাহিনীর সাথে যৌথ পাসিং মহড়ায় অংশ নিতে মহারাষ্ট্রে এসে পৌঁছেছে জার্মান নৌবাহিনীর ফ্রিগেট ‘বায়ার্ন’ (এফ-২১৭) । গত ২১ জানুয়ারী, শুক্রবার, মুম্বাই বন্দরে নোঙর করে জাহাজটি। এরপর জাহাজের ক্রু মেম্বারদের উষ্ণ অভ্যর্থনা জানায় ভারতীয় নৌবাহিনী।

জানা গিয়েছে, ভারতে একদিন অবস্থান করবে জার্মান জাহাজটি। এসময় ভারতীয় নৌবাহিনীর সমকক্ষ অফিসারদের সঙ্গে একটি যৌথ পাসিং মহড়াতেও অংশ নিবে জাহাজের মেম্বারগণ। গোটা বিষয়টি এক টুইটবার্তায় নিশ্চিত করেছেন ভারতে জার্মানি রাষ্ট্রদূত ওয়াল্টার জে লিন্ডনার। তাছাড়া, বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় নৌবাহিনীর দায়িত্বরত কর্মকর্তাগণও।

টুইট লিঙ্ক: https://twitter.com/AmbLindnerIndia/status/1484417315295088642?s=20

এর আগে অপর এক টুইটবার্তায় লিন্ডনার জানিয়েছিলেন, সর্বশেষ প্রায় নয় বছর পূর্বে কোনো জার্মান জাহাজ মহড়ার উদ্দেশ্যে ভারতে নোঙর করেছিলো। গত ২০১২ সালে জার্মান ফ্রিগেট ‘ব্রেমেন’ এসেছিলো মুম্বাইয়ে।

উল্লেখ্য, ১৯৯৪ সালে চালু হয়েছিলো জার্মান নৌবাহিনীর ফ্রিগেট ‘বায়ার্ন’ (এফ-২১৭) এবং ১৯৯৬ সালে এটি কমিশন প্রাপ্ত হয়। এরপর থেকে বেশ কিছু বিদেশী মিশনে জড়িত ছিলো জাহাজটি। তন্মধ্যে, ১৯৯৯ সালে যুগোস্লাভিয়ার ন্যাটো বোমা হামলার সময় অ্যাড্রিয়াটিক সাগরে অপারেশন অ্যালাইড ফোর্স পরিচালনার দায়িত্বে মোতায়েন ছিলো জাহাজটি।

বায়ার্নের মুম্বাই সফরটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে এর শেষ স্টপ হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে সর্বশেষ আগস্ট মাসে দক্ষিণ চীন সাগরে মোতায়েন করা হয়েছিলো জাহাজটিকে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

ভারতীয় নৌবাহিনীর সাথে মহড়া করতে মুম্বাই পৌঁছেছে জার্মান ফ্রিগেট

প্রকাশ: ০৮:৫৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২

ভারতীয় নৌবাহিনীর সাথে যৌথ পাসিং মহড়ায় অংশ নিতে মহারাষ্ট্রে এসে পৌঁছেছে জার্মান নৌবাহিনীর ফ্রিগেট ‘বায়ার্ন’ (এফ-২১৭) । গত ২১ জানুয়ারী, শুক্রবার, মুম্বাই বন্দরে নোঙর করে জাহাজটি। এরপর জাহাজের ক্রু মেম্বারদের উষ্ণ অভ্যর্থনা জানায় ভারতীয় নৌবাহিনী।

জানা গিয়েছে, ভারতে একদিন অবস্থান করবে জার্মান জাহাজটি। এসময় ভারতীয় নৌবাহিনীর সমকক্ষ অফিসারদের সঙ্গে একটি যৌথ পাসিং মহড়াতেও অংশ নিবে জাহাজের মেম্বারগণ। গোটা বিষয়টি এক টুইটবার্তায় নিশ্চিত করেছেন ভারতে জার্মানি রাষ্ট্রদূত ওয়াল্টার জে লিন্ডনার। তাছাড়া, বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় নৌবাহিনীর দায়িত্বরত কর্মকর্তাগণও।

টুইট লিঙ্ক: https://twitter.com/AmbLindnerIndia/status/1484417315295088642?s=20

এর আগে অপর এক টুইটবার্তায় লিন্ডনার জানিয়েছিলেন, সর্বশেষ প্রায় নয় বছর পূর্বে কোনো জার্মান জাহাজ মহড়ার উদ্দেশ্যে ভারতে নোঙর করেছিলো। গত ২০১২ সালে জার্মান ফ্রিগেট ‘ব্রেমেন’ এসেছিলো মুম্বাইয়ে।

উল্লেখ্য, ১৯৯৪ সালে চালু হয়েছিলো জার্মান নৌবাহিনীর ফ্রিগেট ‘বায়ার্ন’ (এফ-২১৭) এবং ১৯৯৬ সালে এটি কমিশন প্রাপ্ত হয়। এরপর থেকে বেশ কিছু বিদেশী মিশনে জড়িত ছিলো জাহাজটি। তন্মধ্যে, ১৯৯৯ সালে যুগোস্লাভিয়ার ন্যাটো বোমা হামলার সময় অ্যাড্রিয়াটিক সাগরে অপারেশন অ্যালাইড ফোর্স পরিচালনার দায়িত্বে মোতায়েন ছিলো জাহাজটি।

বায়ার্নের মুম্বাই সফরটি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে এর শেষ স্টপ হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে সর্বশেষ আগস্ট মাসে দক্ষিণ চীন সাগরে মোতায়েন করা হয়েছিলো জাহাজটিকে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক