ভারতের কাছ থেকে ৩৭৫ মিলিয়ন ডলার দিয়ে ব্রহ্মোস মিসাইল কিনতে চুক্তি সই করল ফিলিপিনস। এই প্রথম ভারতের তৈরি অস্ত্র বিদেশে রফতানি করা হবে। ভারত ও রাশিয়ার যৌথ প্রচেষ্টায় তৈরি ব্রহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্রটির যান্ত্রিক সিস্টেম যুক্ত করা হয় হায়দরাবাদের ব্রাহ্মোস ইন্টিগ্রেশন কমপ্লেক্সে। এখানেই মিসাইলের ইলেকট্রনিক সিস্টেম একত্রিত করা হয়। এই চুক্তির আওতায় ভারতের থেকে ব্রহ্মসের তিনটি ‘ব্যাটারি’ পেতে চলেছে ফিলিপিন্স।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “বিএপিএল (ব্রহ্মোস অ্যারোস্পেস) ফিলিপিনে উপকূল-ভিত্তিক অ্যান্টি-শিপ মিসাইল সিস্টেম সরবরাহের জন্য ২৮ জানুয়ারী, ২০২২ তারিখে ফিলিপিন প্রজাতন্ত্রের জাতীয় প্রতিরক্ষা বিভাগের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।”
এই বিবৃতিতে আরও বলা হয়েছে, “বিএপিএল (ব্রহ্মোস অ্যারোস্পেস), প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার একটি যৌথ উদ্যোগের সংস্থা। চুক্তিটি ভারত সরকারের দায়িত্বশীল প্রতিরক্ষা রপ্তানি প্রচারের নীতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
গত ১৪ জানুয়ারি ফিলিপিনসের প্রতিরক্ষা সচিব ডেলফিন লোরেঞ্জানা ভারতের সঙ্গে ‘নোটিস অফ অ্যাওয়ার্ড’ (বিক্রির সম্মতি পত্র) সই করেন। এদিকে ভারত-ফিলিপিন্সের এই চুক্তিতে স্বভাবতই নাখোশ চীন।
‘ব্রহ্মস’ আদতে একটি অ্যান্টি-শিপ মিসাইল সিস্টেম। ফিলিপিন্সের নৌসেনার ঝুলিতে এই মিসাইলগুলো যাচ্ছে বলে জানা গিয়েছে। দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের আগ্রাসনের মধ্যে ফিলিপিন্সের কাছে এই মিসাইলগুলো গুরুত্বপূর্ণ হতে চলেছে।
ফিলিপিনো নৌবাহিনীর একটি প্রতিনিধি দল মিসাইল কেনার প্রক্রিয়ার অংশ হিসেবে গত বছর ডিসেম্বরেই হায়দরাবাদে ব্রহ্মোস অ্যারোস্পেসের উৎপাদন ইউনিট পরিদর্শন করে যায়। এর আগে ২০২১ সালের ২ মার্চ সামরিক হার্ডওয়্যার এবং সরঞ্জাম কেনার বিষয়ে চুক্তি স্বাক্ষর করে ভারত এবং ফিলিপিন্স।
সেই সময়ই ফিলিপিনো প্রতিরক্ষা সচিব ডেলফিন লোরেঞ্জানা মিডিয়াকে জানিয়েছিলেন, ফিলিপিন্স ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক