০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাপক প্রবাসী নীতি গ্রহণকারী দেশগুলোর একটি ভারত

প্রবাসীদের সাথে সম্পৃক্ততার জন্য একটি বিস্তৃত এবং বিকশিত নীতিকাঠামো রয়েছে, এমন হাতেগোনা কয়েকটি দেশের মধ্যে ভারত অন্যতম বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরণ। ০৯ জানুয়ারী, রবিবার, দিল্লীতে অনুষ্ঠিত প্রবাসী ভারতীয় দিবসে ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি।
মোদী সরকারের গুরুত্বপূর্ণ এই সদস্য বলেন, “সরকারের অগ্রাধিকার হচ্ছে সারা বিশ্বের ভারতীয় প্রবাসীদের সঙ্গে চিরন্তন সম্পর্ক গড়ে তোলা। প্রধানমন্ত্রী যখনই বিদেশে যান, তখনই আমরা দেখি প্রবাসীরা তাদেত নেতাকে অভ্যর্থনা জানাতে ভীড় করেন। এটি নরেন্দ্র মোদির সরকারের প্রতি প্রতি অগাধ ভালোবাসা। এটি আসলে আমাদের প্রতি প্রবাসীদের বিশ্বাস, ভারতের প্রতিনিধিত্ব করা এবং ভারতীয়ত্বে তাদের গর্বের উপলক্ষ্য।”
মুরালিধরন আরও বলেন, “প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে  প্রবাসীদের কাছে আমাদের প্রচার, নতুন মাত্রা পেয়েছে এবং গোটা বিষয়টা এমনভাবে বিকশিত হয়েছে, যেখানে আমরা আমাদের ‘গ্লোবাল ইন্ডিয়ান’ ধারণার দিকে এগিয়ে যাচ্ছি।”
এসময়, সরকারের সাথে প্রবাসীদের সংযোগ করার বিষয়ে নেওয়া পদক্ষেপ গুলো তুলে ধরেন ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই প্রসঙ্গে মুরালি বলেন, “ভারতের আর&ডি ইকোসিস্টেমে একটি আন্তর্জাতিক মাত্রা আনতে – ২০১৭ সালে পিবিডি-এর সময় চালু করা হয় ‘ভজরা ফ্যাকাল্টি স্কিম’। তাছাড়া, ভারত কর্তৃক গৃহীত আরেকটি বড় উদ্যোগের নাম ‘প্রবাস’। প্রবাসী ভারতীয় একাডেমিক এবং বৈজ্ঞানিক কর্তাব্যক্তিদের সাথে যোগাযোগ স্থাপনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভারতীয় প্রবাসীদের মাতৃভূমির সাথে একীভূত করতেও এর অবদান অনবদ্য।”
উল্লেখ্য, প্রতি বছর ৯ জানুয়ারি তারিখে ভারতের উন্নয়নে অনাবাসী ভারতীয়দের অবদানের কথার স্মরণ করে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। ১৯১৫ সালের ৯ জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন, সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর এই তারিখে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়।
২০০৩ সালে ভারত সরকারের অনাবাসী ভারতীয় মন্ত্রক, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে প্রবাসী ভারতীয় দিবস! পালন শুরু হয়। প্রতি বছর ৭-৯ জানুয়ারি ভারতের কোনো একটি শহরে বড় অনুষ্ঠান হয়। অনাবাসী ভারতীয়রা আলোচনাসভায় অংশ নেন এবং প্রবাসী ভারতীয় সম্মান দেওয়া হয়।
২০১১ সালে নতুন দিল্লিতে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়। ৫১টি দেশ থেকে ১,৫০০ প্রতিনিধি অংশ নেন।
প্রসঙ্গত, এবারের সম্মেলনে যোগ দিতে প্রায় ২৬০০ বিদেশী ভারতীয় অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলেন। এছাড়াও, প্রায় ৩২০০ প্যানেলিস্ট এবং ভারত ও বিদেশ থেকে প্রায় সাড়ে বাইশ হাজার শিক্ষাবিদ এবং বিজ্ঞানীরা এই মাসব্যাপী ওয়েবিনারের সিরিজে অংশগ্রহণ করেছেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক
ট্যাগ:

ব্যাপক প্রবাসী নীতি গ্রহণকারী দেশগুলোর একটি ভারত

প্রকাশ: ০৭:৩৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
প্রবাসীদের সাথে সম্পৃক্ততার জন্য একটি বিস্তৃত এবং বিকশিত নীতিকাঠামো রয়েছে, এমন হাতেগোনা কয়েকটি দেশের মধ্যে ভারত অন্যতম বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরণ। ০৯ জানুয়ারী, রবিবার, দিল্লীতে অনুষ্ঠিত প্রবাসী ভারতীয় দিবসে ভার্চুয়াল মাধ্যম ব্যবহার করে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি।
মোদী সরকারের গুরুত্বপূর্ণ এই সদস্য বলেন, “সরকারের অগ্রাধিকার হচ্ছে সারা বিশ্বের ভারতীয় প্রবাসীদের সঙ্গে চিরন্তন সম্পর্ক গড়ে তোলা। প্রধানমন্ত্রী যখনই বিদেশে যান, তখনই আমরা দেখি প্রবাসীরা তাদেত নেতাকে অভ্যর্থনা জানাতে ভীড় করেন। এটি নরেন্দ্র মোদির সরকারের প্রতি প্রতি অগাধ ভালোবাসা। এটি আসলে আমাদের প্রতি প্রবাসীদের বিশ্বাস, ভারতের প্রতিনিধিত্ব করা এবং ভারতীয়ত্বে তাদের গর্বের উপলক্ষ্য।”
মুরালিধরন আরও বলেন, “প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে  প্রবাসীদের কাছে আমাদের প্রচার, নতুন মাত্রা পেয়েছে এবং গোটা বিষয়টা এমনভাবে বিকশিত হয়েছে, যেখানে আমরা আমাদের ‘গ্লোবাল ইন্ডিয়ান’ ধারণার দিকে এগিয়ে যাচ্ছি।”
এসময়, সরকারের সাথে প্রবাসীদের সংযোগ করার বিষয়ে নেওয়া পদক্ষেপ গুলো তুলে ধরেন ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এই প্রসঙ্গে মুরালি বলেন, “ভারতের আর&ডি ইকোসিস্টেমে একটি আন্তর্জাতিক মাত্রা আনতে – ২০১৭ সালে পিবিডি-এর সময় চালু করা হয় ‘ভজরা ফ্যাকাল্টি স্কিম’। তাছাড়া, ভারত কর্তৃক গৃহীত আরেকটি বড় উদ্যোগের নাম ‘প্রবাস’। প্রবাসী ভারতীয় একাডেমিক এবং বৈজ্ঞানিক কর্তাব্যক্তিদের সাথে যোগাযোগ স্থাপনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভারতীয় প্রবাসীদের মাতৃভূমির সাথে একীভূত করতেও এর অবদান অনবদ্য।”
উল্লেখ্য, প্রতি বছর ৯ জানুয়ারি তারিখে ভারতের উন্নয়নে অনাবাসী ভারতীয়দের অবদানের কথার স্মরণ করে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। ১৯১৫ সালের ৯ জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন, সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর এই তারিখে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়।
২০০৩ সালে ভারত সরকারের অনাবাসী ভারতীয় মন্ত্রক, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে প্রবাসী ভারতীয় দিবস! পালন শুরু হয়। প্রতি বছর ৭-৯ জানুয়ারি ভারতের কোনো একটি শহরে বড় অনুষ্ঠান হয়। অনাবাসী ভারতীয়রা আলোচনাসভায় অংশ নেন এবং প্রবাসী ভারতীয় সম্মান দেওয়া হয়।
২০১১ সালে নতুন দিল্লিতে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়। ৫১টি দেশ থেকে ১,৫০০ প্রতিনিধি অংশ নেন।
প্রসঙ্গত, এবারের সম্মেলনে যোগ দিতে প্রায় ২৬০০ বিদেশী ভারতীয় অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলেন। এছাড়াও, প্রায় ৩২০০ প্যানেলিস্ট এবং ভারত ও বিদেশ থেকে প্রায় সাড়ে বাইশ হাজার শিক্ষাবিদ এবং বিজ্ঞানীরা এই মাসব্যাপী ওয়েবিনারের সিরিজে অংশগ্রহণ করেছেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক