১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

এয়ারক্রাফট নির্মাণে সক্ষমতার প্রশংসায় ভারতের উপ-রাষ্ট্রপতি

ভারতের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিতব্য এয়ারক্রাফট ‘বিক্রান্ত’ পরিদর্শন করেছেন দেশটির উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। ০২ জানুয়ারী, রবিবার, কোচির কোচিন শিপইয়ার্ড লিমিটেডে নির্মাণাধীন বিমানবাহী রণতরীটি দেখতে যান তিনি। এসময়, জাহাজটির ডেলিভারি এবং কমিশনিংয়ের যাবতীয় প্রস্তুতি পরিদর্শন পূর্বক সন্তুষ্টি প্রকাশ করতে দেখা যায় তাঁকে।

তাছাড়া, এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ডিজাইন ও নির্মাণে ভারতের সক্ষমতার প্রশংসা করেন তিনি। পাশাপাশি আত্মনির্ভর ভারত গড়তে গোটা প্রকল্পটি এক অনন্য উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেন নাইডু।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালের আগস্টে দেশীয় বিমানবাহী রণতরী-১ (আইএসি-১)-এর প্ল্যাটফর্ম হিসাবে আত্মপ্রকাশ করবে আইএনএস বিক্রান্ত। ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের তালিকায় ঢুকলো ভারত, যাদের ক্ষমতা রয়েছে নিজস্ব অত্যাধুনিক বিমানবাহী রণতরীর নকশা থেকে শুরু করে নির্মাণকে বাস্তবায়িত করা।

প্রসঙ্গত, প্রায় ২৩ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার বিক্রান্ত। ভারতীয় নৌবাহিনীতে এই যুদ্ধজাহাজের অন্তর্ভুক্তির ফলে সামরিক ক্ষেত্রে দেশটির শক্তি আরও বাড়লো বলেই ধারণা করা হচ্ছে। যুদ্ধজাহাজটি থেকে মিগ ২৯ কে, কামোভ ৩১ হেলিকপ্টার, এমএইচ ৬০ আর হেলিকপ্টার অনায়াসে ওঠানামা করতে পারবে।

নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধজাহাজটিতে ২ হাজার ৩০০টিরও বেশি কক্ষ রয়েছে, যেখানে প্রায় ১ হাজার ৭০০ জন থাকতে পারবেন। মহিলা অফিসারদের থাকার জন্যও রয়েছে বিশেষ কেবিন।

জাহাজটিতে প্রচুর পরিমাণে স্টিলের মতো দেশীয় উপকরণ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ভারতীয় শিল্প প্রতিষ্ঠান এবং প্রায় ১০০ টি এমএসএমই দ্বারা নির্মিত অন্যান্য সরঞ্জাম এবং সিস্টেমও ব্যবহার করা হয়েছে জাহাজে। এখনও পর্যন্ত এটিই ভারতের সবচেয়ে বৃহৎ ও জটিল যুদ্ধজাহাজ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

নিউজ গার্ডিয়ান/ এফএম

ট্যাগ:

এয়ারক্রাফট নির্মাণে সক্ষমতার প্রশংসায় ভারতের উপ-রাষ্ট্রপতি

প্রকাশ: ০৫:৫৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২

ভারতের সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিতব্য এয়ারক্রাফট ‘বিক্রান্ত’ পরিদর্শন করেছেন দেশটির উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। ০২ জানুয়ারী, রবিবার, কোচির কোচিন শিপইয়ার্ড লিমিটেডে নির্মাণাধীন বিমানবাহী রণতরীটি দেখতে যান তিনি। এসময়, জাহাজটির ডেলিভারি এবং কমিশনিংয়ের যাবতীয় প্রস্তুতি পরিদর্শন পূর্বক সন্তুষ্টি প্রকাশ করতে দেখা যায় তাঁকে।

তাছাড়া, এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ডিজাইন ও নির্মাণে ভারতের সক্ষমতার প্রশংসা করেন তিনি। পাশাপাশি আত্মনির্ভর ভারত গড়তে গোটা প্রকল্পটি এক অনন্য উদাহরণ হয়ে থাকবে বলে মন্তব্য করেন নাইডু।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালের আগস্টে দেশীয় বিমানবাহী রণতরী-১ (আইএসি-১)-এর প্ল্যাটফর্ম হিসাবে আত্মপ্রকাশ করবে আইএনএস বিক্রান্ত। ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের তালিকায় ঢুকলো ভারত, যাদের ক্ষমতা রয়েছে নিজস্ব অত্যাধুনিক বিমানবাহী রণতরীর নকশা থেকে শুরু করে নির্মাণকে বাস্তবায়িত করা।

প্রসঙ্গত, প্রায় ২৩ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার বিক্রান্ত। ভারতীয় নৌবাহিনীতে এই যুদ্ধজাহাজের অন্তর্ভুক্তির ফলে সামরিক ক্ষেত্রে দেশটির শক্তি আরও বাড়লো বলেই ধারণা করা হচ্ছে। যুদ্ধজাহাজটি থেকে মিগ ২৯ কে, কামোভ ৩১ হেলিকপ্টার, এমএইচ ৬০ আর হেলিকপ্টার অনায়াসে ওঠানামা করতে পারবে।

নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধজাহাজটিতে ২ হাজার ৩০০টিরও বেশি কক্ষ রয়েছে, যেখানে প্রায় ১ হাজার ৭০০ জন থাকতে পারবেন। মহিলা অফিসারদের থাকার জন্যও রয়েছে বিশেষ কেবিন।

জাহাজটিতে প্রচুর পরিমাণে স্টিলের মতো দেশীয় উপকরণ ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ভারতীয় শিল্প প্রতিষ্ঠান এবং প্রায় ১০০ টি এমএসএমই দ্বারা নির্মিত অন্যান্য সরঞ্জাম এবং সিস্টেমও ব্যবহার করা হয়েছে জাহাজে। এখনও পর্যন্ত এটিই ভারতের সবচেয়ে বৃহৎ ও জটিল যুদ্ধজাহাজ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

নিউজ গার্ডিয়ান/ এফএম