০১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এলএসি-তে মিষ্টি বিনিময় করেছে ভারত-চীনের সৈন্যরা

নতুন বছর উপলক্ষ্যে পূর্ব লাদাখ সীমান্ত সহ গোটা এলএসি জুড়ে প্রায় ১০ টি পোস্টে চীনা বাহিনীর সঙ্গে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেছে ভারতীয় সেনারা। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে এটা সীমান্তে শান্তি ও সম্প্রীতি বাড়ানোর একটি প্রচেষ্টা।

শনিবার, জানুয়ারীর প্রথম দিনেই ভারতীয় সেনাবাহিনী প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর হট স্প্রিংস, ডেমচোক, নাথুলা এবং কংরা লা এলাকায় চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র সাথে মিষ্টি বিনিময় করে। তাছাড়া, অরুণাচল প্রদেশের এলএসি বরাবর চুশুল মোল্ডো মিটিং পয়েন্ট, বুম লা, কেকে পাস, ডিবিও বটলনেক, কোঙ্কলা, কোংরালা এবং ওয়াচা দামাই সীমান্ত পয়েন্টেও

একই দিনে পাক সীমান্তেও পাকিস্তানী সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করেছে ভারতীয় জওয়ানেরা। জম্মু ও কাশ্মীরে শান্তি ও সম্প্রীতি বাড়ানোর জন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানায় ভারত। মেনধার হট স্প্রিংস ক্রসিং পয়েন্ট, পুঞ্চ রাওলাকোট ক্রসিং পয়েন্ট, চকোটি উরি ক্রসিং পয়েন্ট এবং নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর চিলিয়ানা তিথওয়াল ক্রসিং পয়েন্টে আনন্দ ভাগাভাগি করে নেন ভারতীয় ও পাক সেনারা।

উল্লেখ্য, ২০২০ সালের মে মাস থেকে পূর্ব লাদাখ সীমান্তে মুখোমুখি অবস্থানে রয়েছে ভারত চীন। দীর্ঘ ১৮ মাসেরও বেশি সময় ধরে উত্তেজনা বিরাজমান দুই বাহিনীর মধ্যে। ইতোমধ্যে রক্তক্ষয়ী সংঘাতে শহীদ হয়েছেন বেশ কিছু ভারতীয় সেনা। ক্রমাগত বৈঠকের ফলে সীমান্তে উত্তেজনার পরিমাণ হ্রাস পেলেও তা শেষ হয়নি কখনোই। রিপোর্ট মোতাবেক, প্রায় ৫০ থেকে ৬০ হাজার সৈন্য এখনও প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অবস্থান করছেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

এলএসি-তে মিষ্টি বিনিময় করেছে ভারত-চীনের সৈন্যরা

প্রকাশ: ০৫:৫৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২

নতুন বছর উপলক্ষ্যে পূর্ব লাদাখ সীমান্ত সহ গোটা এলএসি জুড়ে প্রায় ১০ টি পোস্টে চীনা বাহিনীর সঙ্গে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেছে ভারতীয় সেনারা। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে এটা সীমান্তে শান্তি ও সম্প্রীতি বাড়ানোর একটি প্রচেষ্টা।

শনিবার, জানুয়ারীর প্রথম দিনেই ভারতীয় সেনাবাহিনী প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর হট স্প্রিংস, ডেমচোক, নাথুলা এবং কংরা লা এলাকায় চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র সাথে মিষ্টি বিনিময় করে। তাছাড়া, অরুণাচল প্রদেশের এলএসি বরাবর চুশুল মোল্ডো মিটিং পয়েন্ট, বুম লা, কেকে পাস, ডিবিও বটলনেক, কোঙ্কলা, কোংরালা এবং ওয়াচা দামাই সীমান্ত পয়েন্টেও

একই দিনে পাক সীমান্তেও পাকিস্তানী সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করেছে ভারতীয় জওয়ানেরা। জম্মু ও কাশ্মীরে শান্তি ও সম্প্রীতি বাড়ানোর জন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানায় ভারত। মেনধার হট স্প্রিংস ক্রসিং পয়েন্ট, পুঞ্চ রাওলাকোট ক্রসিং পয়েন্ট, চকোটি উরি ক্রসিং পয়েন্ট এবং নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর চিলিয়ানা তিথওয়াল ক্রসিং পয়েন্টে আনন্দ ভাগাভাগি করে নেন ভারতীয় ও পাক সেনারা।

উল্লেখ্য, ২০২০ সালের মে মাস থেকে পূর্ব লাদাখ সীমান্তে মুখোমুখি অবস্থানে রয়েছে ভারত চীন। দীর্ঘ ১৮ মাসেরও বেশি সময় ধরে উত্তেজনা বিরাজমান দুই বাহিনীর মধ্যে। ইতোমধ্যে রক্তক্ষয়ী সংঘাতে শহীদ হয়েছেন বেশ কিছু ভারতীয় সেনা। ক্রমাগত বৈঠকের ফলে সীমান্তে উত্তেজনার পরিমাণ হ্রাস পেলেও তা শেষ হয়নি কখনোই। রিপোর্ট মোতাবেক, প্রায় ৫০ থেকে ৬০ হাজার সৈন্য এখনও প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় অবস্থান করছেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক