ত্রিপুরায় আগামী বছরের মধ্যেই শেষ হবে ভারত-বাংলাদেশ সীমান্তে সম্পূর্ণ বেড়া দেয়ার কাজ। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতেই এমন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
গত শনিবার বর্ডার সিকিউরিটি ফোর্সের ইন্সপেক্টর জেনারেল (ত্রিপুরা ফ্রন্টিয়ার) সুশান্ত কুমার নাথ জানিয়েছেন, “উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৮০-৮৫ শতাংশ ইতিমধ্যেই বেড়া দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “গত বছর ত্রিপুরার পূর্ব সেক্টরে যথেষ্ট পরিমাণে বেড়া দেওয়ার কাজ করা হয়েছে। এর মাঝে ৩১ কিলোমিটার কাজ অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হয়েছিলো। রাজ্যের পশ্চিম সেক্টরেও একক সারি বেড়া দেওয়ার গতি বেড়েছে এবং ইতোমধ্যে ১০ কিমি বেড়া দেওয়া হয়েছে গত বছর।”
এসময়, সীমান্তে বেড়া দেয়ার পাশাপাশি ফ্লাডলাইট বসানোর বিষয়েও পুরোদস্তুর কাজ চলছে বলে জানান তিনি। সুশান্ত বলেন, “আমরা আগামী বছরের মধ্যে রাজ্যের ভারত-বাংলাদেশ সীমান্তের পুরো অংশে বেড়া দেওয়া এবং ফ্লাডলাইট স্থাপনের কাজ শেষ করতে আশাবাদী।”
বিএসএফ এর এই কর্মকর্তা আরও বলেন, “বিগত বছরে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে লুকিয়ে ভারতে প্রবেশের সময় ২১৮ জনকে গ্রেফতার এবং ৩৫.৬৪ কোটি টাকার মাদকদ্রব্য বাজেয়াপ্ত করেছে বিএসএফ। সীমান্তে অসামাজিক কাজ রুখতে সর্বদাই তৎপর বিএসএফ।”
সীমান্তে বেড়া দেওয়া হলে অসামাজিক কাজ বন্ধ করা যাবে বলেই জানাচ্ছেন বিএসএফ কর্মকর্তারা। সীমান্তে বাধা থাকলে অবাধে প্রবেশও অনেকটা রুখে দেওয়া যাবে বলেই মনে করা হচ্ছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক