০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সুশাসনের জন্য প্রয়োজন ভালো আইনসভা

জনসাধারণের কাছে নির্বাহী বিভা-গের জবাবদিহিতা পরিপূর্ণভাবে নিশ্চিত করতে এবং সুশাসন নিশ্চায়নের স্বার্থে আবশ্যিকভাবে একটি ভালো আইনসভা বা প্রতিনিধি পরিষদ প্রয়োজন বলে মন্তব্য করেছেন ভারতের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু।
২৫ ডিসেম্বর, শনিবার, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর ৯৭ তম জন্মবার্ষিকী তথা সুশাসন দিবস উদযাপন উপলক্ষ্যে প্রদান করা এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।
নাইডু বলেন, “সংসদের বিভিন্ন উপকরণ যেমন প্রশ্নোত্তর পর্ব, স্বল্প সময়ের আলোচনা, বিলের উপর বিতর্ক সহ নানা ভাবে নির্বাচিত প্রতিনিধিরা সরকারকে প্রশ্ন করতে পারেন। সরকার গৃহীত নীতি সম্পর্কে জানতে চাইতে পারেন।
এসময়, সুশাসনকে অর্থনৈতিক প্রবৃদ্ধির অনুঘটক এবং প্রশাসনের প্রতি জনসমর্থন বৃদ্ধির পাথেয় হিসেবে উল্লেখ করেন নাইডু। পাশাপাশি বিভিন্ন রাজ্য ও স্থানীয় প্রশাসনে সুশাসনের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপ-রাষ্ট্রপতি নাইডু বলেন, “বাজপেয়ী ছিলেন ভারতীয় ইতিহাসের অন্যতম প্রধান নেতা, আমাদের রাজনৈতিক মহাকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রদের একজন। ছিলেন একজন দক্ষ প্রশাসক ও সাংসদ, লোকবরেণ্য কবি ও লেখক।”
অটল বিহারি বাজপেয়ী গণতান্ত্রিক পন্থায় জনগণের উন্নয়নের আদর্শে বিশ্বাসী ছিলেন বলে মন্তব্য করেন নাইডু। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক
ট্যাগ:

সুশাসনের জন্য প্রয়োজন ভালো আইনসভা

প্রকাশ: ০৫:২৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
জনসাধারণের কাছে নির্বাহী বিভা-গের জবাবদিহিতা পরিপূর্ণভাবে নিশ্চিত করতে এবং সুশাসন নিশ্চায়নের স্বার্থে আবশ্যিকভাবে একটি ভালো আইনসভা বা প্রতিনিধি পরিষদ প্রয়োজন বলে মন্তব্য করেছেন ভারতের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু।
২৫ ডিসেম্বর, শনিবার, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর ৯৭ তম জন্মবার্ষিকী তথা সুশাসন দিবস উদযাপন উপলক্ষ্যে প্রদান করা এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।
নাইডু বলেন, “সংসদের বিভিন্ন উপকরণ যেমন প্রশ্নোত্তর পর্ব, স্বল্প সময়ের আলোচনা, বিলের উপর বিতর্ক সহ নানা ভাবে নির্বাচিত প্রতিনিধিরা সরকারকে প্রশ্ন করতে পারেন। সরকার গৃহীত নীতি সম্পর্কে জানতে চাইতে পারেন।
এসময়, সুশাসনকে অর্থনৈতিক প্রবৃদ্ধির অনুঘটক এবং প্রশাসনের প্রতি জনসমর্থন বৃদ্ধির পাথেয় হিসেবে উল্লেখ করেন নাইডু। পাশাপাশি বিভিন্ন রাজ্য ও স্থানীয় প্রশাসনে সুশাসনের ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপ-রাষ্ট্রপতি নাইডু বলেন, “বাজপেয়ী ছিলেন ভারতীয় ইতিহাসের অন্যতম প্রধান নেতা, আমাদের রাজনৈতিক মহাকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রদের একজন। ছিলেন একজন দক্ষ প্রশাসক ও সাংসদ, লোকবরেণ্য কবি ও লেখক।”
অটল বিহারি বাজপেয়ী গণতান্ত্রিক পন্থায় জনগণের উন্নয়নের আদর্শে বিশ্বাসী ছিলেন বলে মন্তব্য করেন নাইডু। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক