০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আফগান ছাত্রদের পাশে থাকায় ভারতের নিকট কৃতজ্ঞতা কাবুলের

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকায় ভারতের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নয়াদিল্লীতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজে। ২৪ ডিসেম্বর, শুক্রবার, ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশনের ডিজি কুমার তুহিনের সাথে সাক্ষাতে এ কথা বলেন তিনি।

পরবর্তীতে এক টুইটবার্তায় গোটা বিষয়টি তুলে ধরেন মামুন্দজে। সেখানে তিনি লিখেছেন, “ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশনের নতুন ডিজি কুমার তুহিনের সাথে দেখা করেছি। ভারতে আফগান ছাত্ররা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়, সেসব বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। আশা করছি আগামী মাস থেকে ছাত্ররা স্বীয় বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে পারবে।”

আফগান ছাত্রদের পাশে থাকায় ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আফগান রাষ্ট্রদূত বলেন, “চ্যালেঞ্জিং পরিস্থিতি সত্ত্বেও ২০২১-২২ শিক্ষাবর্ষে আফগান শিক্ষার্থীদেরকে ৪৫০ টি বৃত্তি প্রদান করেছে ভারত।”

এসময়, আফগান ছাত্রদের পাশে থাকায় এবং সার্বিক সুবিধাদি নিশ্চিত করায় আইসিসিআর এর দায়িত্বপ্রাপ্ত কর্মীদের, বিশেষ করে প্রাক্তন ডিজি দীনেশ কুমার পট্টনায়েকের উদ্দেশ্যে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন মামুন্দজে।

প্রসঙ্গত, আইসিসিআর এর তথ্যমতে, প্রায় দু হাজারেরও বেশি আফগান শিক্ষার্থী বর্তমানে ভারতে বৃত্তি সুবিধা প্রাপ্ত হয়ে অধ্যয়ন করছে। চলতি মাসের শুরুতে ভারত সরকারকে আড়াই হাজার আফগান ছাত্রের ভিসা দেয়ার অনুরোধ জানান ভারতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত যেনো তাঁরা স্বীয় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসতে পারে।

এ প্রসঙ্গে মামুন্দজে বলেন, “এই শিক্ষার্থীগণের পড়াশুনা পুনরায় চালু করার বিষয়টি গুরুত্বপূর্ণ। তাঁরা ভবিষ্যতে আফগানিস্তানের পুনর্গঠনে কাজ করবে। তাই তাঁদের ভারতে নিয়ে আসার বিষয়টি গুরুত্বপুর্ণ।”

উল্লেখ্য গত ১৫ আগস্ট আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর অনিশ্চিত হয়ে পড়ে ভারতজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদের ভবিষ্যত। সমস্যা সমাধানে ভারত ইতোপূর্বে ‘ই-ইমার্জেন্সি এক্স-বিবিধ ভিসা’ চালু করেছিলো। এখনও অবধি প্রায় সাড়ে চার হাজারেরও বেশি আফগান নাগরিকের ভিসার মেয়াদ বাড়িয়েছে দিল্লী।

তাছাড়া, আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক নাগরিকদের আশ্রয় দিতে অপারেশন দেবী শক্তি চালু করেছে ভারত। এর আওতায় এখনও অবধি প্রায় পাঁচ শতাধিক মানুষকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

আফগান ছাত্রদের পাশে থাকায় ভারতের নিকট কৃতজ্ঞতা কাবুলের

প্রকাশ: ০৫:০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকায় ভারতের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নয়াদিল্লীতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজে। ২৪ ডিসেম্বর, শুক্রবার, ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশনের ডিজি কুমার তুহিনের সাথে সাক্ষাতে এ কথা বলেন তিনি।

পরবর্তীতে এক টুইটবার্তায় গোটা বিষয়টি তুলে ধরেন মামুন্দজে। সেখানে তিনি লিখেছেন, “ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশনের নতুন ডিজি কুমার তুহিনের সাথে দেখা করেছি। ভারতে আফগান ছাত্ররা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়, সেসব বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। আশা করছি আগামী মাস থেকে ছাত্ররা স্বীয় বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে পারবে।”

আফগান ছাত্রদের পাশে থাকায় ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আফগান রাষ্ট্রদূত বলেন, “চ্যালেঞ্জিং পরিস্থিতি সত্ত্বেও ২০২১-২২ শিক্ষাবর্ষে আফগান শিক্ষার্থীদেরকে ৪৫০ টি বৃত্তি প্রদান করেছে ভারত।”

এসময়, আফগান ছাত্রদের পাশে থাকায় এবং সার্বিক সুবিধাদি নিশ্চিত করায় আইসিসিআর এর দায়িত্বপ্রাপ্ত কর্মীদের, বিশেষ করে প্রাক্তন ডিজি দীনেশ কুমার পট্টনায়েকের উদ্দেশ্যে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন মামুন্দজে।

প্রসঙ্গত, আইসিসিআর এর তথ্যমতে, প্রায় দু হাজারেরও বেশি আফগান শিক্ষার্থী বর্তমানে ভারতে বৃত্তি সুবিধা প্রাপ্ত হয়ে অধ্যয়ন করছে। চলতি মাসের শুরুতে ভারত সরকারকে আড়াই হাজার আফগান ছাত্রের ভিসা দেয়ার অনুরোধ জানান ভারতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত যেনো তাঁরা স্বীয় শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসতে পারে।

এ প্রসঙ্গে মামুন্দজে বলেন, “এই শিক্ষার্থীগণের পড়াশুনা পুনরায় চালু করার বিষয়টি গুরুত্বপূর্ণ। তাঁরা ভবিষ্যতে আফগানিস্তানের পুনর্গঠনে কাজ করবে। তাই তাঁদের ভারতে নিয়ে আসার বিষয়টি গুরুত্বপুর্ণ।”

উল্লেখ্য গত ১৫ আগস্ট আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর অনিশ্চিত হয়ে পড়ে ভারতজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদের ভবিষ্যত। সমস্যা সমাধানে ভারত ইতোপূর্বে ‘ই-ইমার্জেন্সি এক্স-বিবিধ ভিসা’ চালু করেছিলো। এখনও অবধি প্রায় সাড়ে চার হাজারেরও বেশি আফগান নাগরিকের ভিসার মেয়াদ বাড়িয়েছে দিল্লী।

তাছাড়া, আফগানিস্তান ছাড়তে ইচ্ছুক নাগরিকদের আশ্রয় দিতে অপারেশন দেবী শক্তি চালু করেছে ভারত। এর আওতায় এখনও অবধি প্রায় পাঁচ শতাধিক মানুষকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক