০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের ৩১১৭ অ-মুসলিম পেয়েছেন ভারতের নাগরিকত্ব

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে গত চার বছরে ৮২৪৪ জন অ-মুসলিম ভারতে নাগরিকত্বের আবেদন করেছেন। এদের মধ্যে ৩ হাজার ১১৭ জন নাগরিকত্ব পেয়েছেন। গত ২২ ডিসেম্বর, বুধবার, ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় এই তথ্য জানিয়েছেন।

রাজ্যসভায় শীতকালীন অধিবেশনের শেষ দিনে আজ লিখিত বক্তব্যে নিত্যানন্দ রায় বলেন, “২০১৮, ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে তিন দেশ থেকে ৮২৪৪ জন হিন্দু, শিখ, জৈন ও খ্রিষ্টান ভারতে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন।” তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির এমপি কেশব রাওয়ের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য দেন।

আরেক এমপি আব্দুল ওয়াহাবের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষ্পত্তির অপেক্ষায় থাকা নাগরিকত্বের আবেদনের একটি সংখ্যাও জানিয়েছেন। তিনি জানান, এ বছরের ১৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ১৬১ জন, আফগানিস্তান থেকে ১১৫২ জন, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র থেকে ২২৩ জন, নেপাল থেকে ১৮৯ জন ও রাষ্ট্রহীন ৪২৮ জনের আবেদন নিষ্পত্তির অপেক্ষায় ছিল।

ভারতীয় নাগরিকত্বের জন্য এখনও অবধি মোট ১০৬৩৫ টি আবেদন সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। তাছাড়া, চীন থেকেও ১০ জন ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন বলে জানান তিনি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের ৩১১৭ অ-মুসলিম পেয়েছেন ভারতের নাগরিকত্ব

প্রকাশ: ০৪:৩৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে গত চার বছরে ৮২৪৪ জন অ-মুসলিম ভারতে নাগরিকত্বের আবেদন করেছেন। এদের মধ্যে ৩ হাজার ১১৭ জন নাগরিকত্ব পেয়েছেন। গত ২২ ডিসেম্বর, বুধবার, ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় এই তথ্য জানিয়েছেন।

রাজ্যসভায় শীতকালীন অধিবেশনের শেষ দিনে আজ লিখিত বক্তব্যে নিত্যানন্দ রায় বলেন, “২০১৮, ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে তিন দেশ থেকে ৮২৪৪ জন হিন্দু, শিখ, জৈন ও খ্রিষ্টান ভারতে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন।” তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির এমপি কেশব রাওয়ের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য দেন।

আরেক এমপি আব্দুল ওয়াহাবের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষ্পত্তির অপেক্ষায় থাকা নাগরিকত্বের আবেদনের একটি সংখ্যাও জানিয়েছেন। তিনি জানান, এ বছরের ১৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ১৬১ জন, আফগানিস্তান থেকে ১১৫২ জন, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র থেকে ২২৩ জন, নেপাল থেকে ১৮৯ জন ও রাষ্ট্রহীন ৪২৮ জনের আবেদন নিষ্পত্তির অপেক্ষায় ছিল।

ভারতীয় নাগরিকত্বের জন্য এখনও অবধি মোট ১০৬৩৫ টি আবেদন সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। তাছাড়া, চীন থেকেও ১০ জন ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন বলে জানান তিনি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক


Fatal error: Uncaught wfWAFStorageFileException: Unable to save temporary file for atomic writing. in /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php:34 Stack trace: #0 /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php(658): wfWAFStorageFile::atomicFilePutContents('/home/nabajugc/...', '<?php exit('Acc...') #1 [internal function]: wfWAFStorageFile->saveConfig('livewaf') #2 {main} thrown in /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php on line 34