০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মায়ানমারের রেডক্রস সোসাইটিকে করোনার দশ লক্ষ টিকা দিলো ভারত

করোনা প্রতিরোধে মায়ানমারের সাধারণ জনগণের পাশে থাকতে দেশটিকে ‘মেড ইন ইন্ডিয়া’ ভ্যাকসিনের ০১ মিলিয়ন ডোজ হস্তান্তর করেছে ভারত। ২২ ডিসেম্বর, বুধবার, মায়ানমারের রেড ক্রস সোসাইটির প্রতিনিধিদের কাছে ভ্যাকসিন হস্তান্তর করেন দেশটিতে সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব শ্রী হর্ষবর্ধন শ্রিংলা। পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করে এক টুইট করেছে ইয়াঙ্গুনে অবস্থিত ভারতীয় দূতাবাস।

উল্লেখ্য, শ্রিংলার এই সফরের মধ্যে দিয়ে গত পহেলা ফেব্রুয়ারী মায়ানমারে সেনা অভ্যুত্থানের পর প্রথমবারের মতো দেশটিতে গেলেন ভারতীয় শীর্ষ কোনো কর্তা। এদিকে, পররাষ্ট্র সচিবের সফরকে সামনে রেখে গত মঙ্গলবার বিজ্ঞপ্তি দেয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে তাঁরা বলেছে, “মায়ানমার সফরে দেশটির প্রশাসনিক কাউন্সিল, রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সদস্যদের সাথে আলোচনা করবেন শ্রিংলা। সেখানে মানবিক সহায়তা, নিরাপত্তা, সীমান্ত উদ্বেগ এবং আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তিনি।”

প্রসঙ্গত, প্রায় ১৭০০ কিলোমিটারের সীমান্ত এলাকা ভাগ করে নেয়ার পাশাপাশি ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের রাজ্যসমূহে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নাইপিদোর। তাছাড়া, দক্ষিণ-পূর্ব এশিয়ার সাথে যুক্ত হতে ভারতের একমাত্র স্থল সেতু হিসেবে কাজ করে মায়ানমার। তাই, ভূ-কৌশলগত তাত্পর্যের পরিপ্রেক্ষিতে বিগত দু দশকে দেশটিতে সংযোগ, শক্তি, অবকাঠামো এবং সম্প্রদায় প্রকল্পে ব্যাপক বিনিয়োগ করেছে নয়াদিল্লী। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

মায়ানমারের রেডক্রস সোসাইটিকে করোনার দশ লক্ষ টিকা দিলো ভারত

প্রকাশ: ০৪:২২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১

করোনা প্রতিরোধে মায়ানমারের সাধারণ জনগণের পাশে থাকতে দেশটিকে ‘মেড ইন ইন্ডিয়া’ ভ্যাকসিনের ০১ মিলিয়ন ডোজ হস্তান্তর করেছে ভারত। ২২ ডিসেম্বর, বুধবার, মায়ানমারের রেড ক্রস সোসাইটির প্রতিনিধিদের কাছে ভ্যাকসিন হস্তান্তর করেন দেশটিতে সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব শ্রী হর্ষবর্ধন শ্রিংলা। পরবর্তীতে তথ্যটি নিশ্চিত করে এক টুইট করেছে ইয়াঙ্গুনে অবস্থিত ভারতীয় দূতাবাস।

উল্লেখ্য, শ্রিংলার এই সফরের মধ্যে দিয়ে গত পহেলা ফেব্রুয়ারী মায়ানমারে সেনা অভ্যুত্থানের পর প্রথমবারের মতো দেশটিতে গেলেন ভারতীয় শীর্ষ কোনো কর্তা। এদিকে, পররাষ্ট্র সচিবের সফরকে সামনে রেখে গত মঙ্গলবার বিজ্ঞপ্তি দেয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে তাঁরা বলেছে, “মায়ানমার সফরে দেশটির প্রশাসনিক কাউন্সিল, রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সদস্যদের সাথে আলোচনা করবেন শ্রিংলা। সেখানে মানবিক সহায়তা, নিরাপত্তা, সীমান্ত উদ্বেগ এবং আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তিনি।”

প্রসঙ্গত, প্রায় ১৭০০ কিলোমিটারের সীমান্ত এলাকা ভাগ করে নেয়ার পাশাপাশি ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের রাজ্যসমূহে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নাইপিদোর। তাছাড়া, দক্ষিণ-পূর্ব এশিয়ার সাথে যুক্ত হতে ভারতের একমাত্র স্থল সেতু হিসেবে কাজ করে মায়ানমার। তাই, ভূ-কৌশলগত তাত্পর্যের পরিপ্রেক্ষিতে বিগত দু দশকে দেশটিতে সংযোগ, শক্তি, অবকাঠামো এবং সম্প্রদায় প্রকল্পে ব্যাপক বিনিয়োগ করেছে নয়াদিল্লী। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক