০২:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের বিমান ও সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের বিমানবাহিনী প্রধানের বৈঠক

ভারতের সেনাবাহিনী ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ২০ ডিসেম্বর, সোমবার, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে মতবিনিময় করেন তাঁরা।

এর আগে ৩ দিনের এক সরকারী সফরে গত রবিবার সস্ত্রীক ভারতে পৌঁছান বাংলাদেশের বিমানবাহিনী প্রধান। সফরের দ্বিতীয় দিনে প্রথমে ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী এবং পরবর্তীতে ভারতীয় সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। ভারতীয় সেনাবাহিনীর পক্ষে এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

তাছাড়া, ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রাণ উৎসর্গকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের বিমানবাহিনী প্রধান।

এসবের পাশাপাশি ভারতে অবস্থানকালে চন্ডিগড় ও মুম্বাইতে অবস্থিত বিভিন্ন সামরিক শিল্প-কারখানা ও অসামরিক স্থাপনা পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি পেশাগত খাতে পারষ্পরিক সহযোগিতার পরিধি সম্প্র্রসারিত হবে বলে আশা করছে বোদ্ধামহল। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

ভারতের বিমান ও সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের বিমানবাহিনী প্রধানের বৈঠক

প্রকাশ: ০২:১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১

ভারতের সেনাবাহিনী ও বিমানবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ২০ ডিসেম্বর, সোমবার, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে মতবিনিময় করেন তাঁরা।

এর আগে ৩ দিনের এক সরকারী সফরে গত রবিবার সস্ত্রীক ভারতে পৌঁছান বাংলাদেশের বিমানবাহিনী প্রধান। সফরের দ্বিতীয় দিনে প্রথমে ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী এবং পরবর্তীতে ভারতীয় সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। ভারতীয় সেনাবাহিনীর পক্ষে এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

তাছাড়া, ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রাণ উৎসর্গকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের বিমানবাহিনী প্রধান।

এসবের পাশাপাশি ভারতে অবস্থানকালে চন্ডিগড় ও মুম্বাইতে অবস্থিত বিভিন্ন সামরিক শিল্প-কারখানা ও অসামরিক স্থাপনা পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি পেশাগত খাতে পারষ্পরিক সহযোগিতার পরিধি সম্প্র্রসারিত হবে বলে আশা করছে বোদ্ধামহল। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক


Fatal error: Uncaught wfWAFStorageFileException: Unable to save temporary file for atomic writing. in /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php:34 Stack trace: #0 /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php(658): wfWAFStorageFile::atomicFilePutContents('/home/nabajugc/...', '<?php exit('Acc...') #1 [internal function]: wfWAFStorageFile->saveConfig('livewaf') #2 {main} thrown in /home/nabajugc/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php on line 34