মধ্য এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে সাক্ষাৎ করেছেন মোদী। ২০ ডিসেম্বর, সোমবার, কাজাখস্তান, কিরগিজ প্রজাতন্ত্র, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন ভারতীয় প্রধানমন্ত্রী। আলোচনাকালে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক মজবুতকরণের বিভিন্ন উপায় নিয়ে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। পরবর্তীতে ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গিয়েছে।
তাছাড়া, মোদীর প্রতি মধ্য এশীয় রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছাবার্তা পৌছে দেন উক্ত পররাষ্ট্রমন্ত্রীগণ। এসময়, মধ্য এশীয় রাষ্ট্রগুলোর স্বাধীনতার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে তাঁদের অভিনন্দন জ্ঞাপন করেন ভারতীয় সরকার প্রধান। পাশাপাশি ২০১৫ সালে এসব রাষ্ট্রসমূহে নিজ সফরের কথা স্মরণ করেন মোদী।
এর আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সভাপতিত্বে গত ১৮ ও ১৯ ডিসেম্বর দুদিনব্যাপী অনুষ্ঠিত হয় তৃতীয় ভারত-মধ্য এশিয়া সংলাপ। সেখানে আফগানিস্তানের পরিস্থিতি সহ বাণিজ্য ও সংযোগ, উন্নয়ন অংশীদারিত্ব এবং আঞ্চলিক উন্নয়নের সঙ্গে সম্পর্কিত নানান ইস্যুতে মতবিনিময় করেন উভয় পক্ষের প্রতিনিধি দল।
প্রসঙ্গত, বিগত ৭ বছরে নিয়মিত সংলাপ আয়োজনের মাধ্যমে মধ্য এশিয়ার দেশগুলোর সাথে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরী করেছে ভারত। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক