বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ৫০তম বিজয় বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ভারতেও আড়ম্বরের সঙ্গে পালিত হচ্ছে স্বর্ণিম বিজয় বর্ষ। এরই অংশ হিসেবে আগামী ১৬ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিতব্য বিজয় অনুষ্ঠানে উপস্থিত হবেন ৩০ জন বাঙালী বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাবেক ০৬ কর্মকর্তা।
অংশীদারিত্বের ধারাবাহিকতা ঢাকায়ও যোগ দিবেন ভারতের পক্ষে মুক্তিযুদ্ধে অবদান রাখা ৩০ জন স্বেচ্ছাসেবী এবং ০৬ জন সাবেক ভারতীয় সেনা কর্মকর্তা। ১৪ ডিসেম্বর, মঙ্গলবার, এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন।
উক্ত টুইটে বলা হয়, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ৫০ তম বার্ষিকী স্মরণীয় করে রাখতে ভারত ও বাংলাদেশ পরস্পরের ওয়ার ভেটেরান্স এবং সার্ভিসিং অফিসারদের এঁকে অন্যের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য পাঠাচ্ছে। আমাদের বন্ধুত্বের এমন উদযাপন ইতিহাসে অনন্য স্থান করে নিবে।”
ভারতীয় হাইকমিশনের টুইটে উল্লেখ করা হয়েছে, “ভারতের জন্য ৭১ এর যুদ্ধটি বাংলাদেশের স্বাধীনতার, পাকিস্তানি দখলদারিত্বের বিরুদ্ধে ন্যায়বিচারের এবং ব্যাপক নৃশংসতার বিরুদ্ধে একসাথে লড়াই করার মঞ্চ।”
এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের সঙ্গে যৌথ জাম্পে অংশ নেয় ভারতের বিমান বাহিনীর প্যারা জাম্পারগণ। এই বিষয়টিও নিশ্চিত করা হয় ভারতীয় হাইকমিশনের বার্তায়।
উল্লেখ্য, ৭১ এর যুদ্ধের বিজয়কে স্মরণীয় করে রাখতে বাংলাদেশকে বিভিন্ন আয়োজনে সরাসরি সাহায্য করছে ভারত। গোটা ভারতজুড়েও বছরটিকে স্বর্ণিম বিজয় বর্ষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এর ধারাবাহিকতায় বিভিন্ন অনুষ্ঠানও আয়োজিত হচ্ছে সেখানে।
জানা গিয়েছে, ভারতে সম্ভাব্য বিজয় অনুষ্ঠানকে কেন্দ্র করে পরিকল্পনা করা অনুষ্ঠানে কালারিপায়াত্তু, গাটকা এবং খুকরি নাচের পরিবেশনা ছাড়াও লাইট অ্যান্ড সাউন্ড শো, ডগ শো, হট এয়ার বেলুনিংয়ের মতো সাংস্কৃতিক পরিবেশনা অন্তর্ভূক্ত করা হয়েছে। তাছাড়া, মুক্তিযুদ্ধের চলচ্চিত্রও পরিবেশনের কথা রয়েছে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক