০৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পিনাকা রকেট লঞ্চার সিস্টেমের সফল পরীক্ষা ভারতের

বর্ধিত পাল্লার পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেমের সফল পরীক্ষা চালালো ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। ১১ ডিসেম্বর, শনিবার, সকালে পোখরান রেঞ্জে সফলভাবে পরীক্ষা করা হয়েছে পিনাকা-ইআর রকেট লঞ্চার সিস্টেমের।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পিনাকা রকেটের বর্ধিত সংস্করণের একের পর এক পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে ৷ গত তিনদিন ধরে পোখরানে এই প্রক্রিয়া চলে ৷ এছাড়া, ডিআরডিও-র কাছ থেকে পাওয়া প্রযুক্তি ব্যবহার করে একটি বেসরকারি সংস্থা এই রকেট সিস্টেম তৈরি করেছে বলে বিজ্ঞপ্তিতে জানায় তাঁরা।

সফল উৎক্ষেপণের পর প্রতিরক্ষা দপ্তরের দেয়া বিবৃতিতে বলা হয়, “ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে এই পরীক্ষা চালিয়েছে ডিআরডিও৷ বেসরকারি কারখানায় তৈরি এই রকেট সিস্টেমটির গত তিনদিন ধরে পরীক্ষামূলকভাবে উৎক্ষপণ করা হয়েছে ৷ এই ট্রায়াল চলাকালীন বিভিন্ন দূরত্বের এবং বিভিন্ন ধারণক্ষমতা সম্পন্ন রকেট উৎক্ষেপণ করা হয়।”

উল্লেখ্য, পিনাকা এমকে-১ রকেট সিস্টেমের পাল্লা প্রায় ৪০ কিলোমিটার ৷ পিনাকা এমকে-২ সংস্করণটি আবার ৬০ কিলোমিটার উড়ে গিয়ে লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম ৷ এছাড়া, ডিআরডিও-র প্রযুক্তি ব্যবহার করে পিনাকার যে নতুন সংস্করণটি তৈরি করা হয়েছে, সেটির নাম পিনাকা-এডিএম ৷ এই সংস্করণটিরও সফল ট্রায়াল করা হয়েছে পোখরানে ৷ সব মিলিয়ে মোট ২৪ টি রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে ৷

প্রসঙ্গত, ডিআরডিও-র পক্ষ থেকে জানান হয়েছে, পিনাকা হল ভারতের ফ্রি ফ্লাইট অ্যাটিলারি রকেট সিস্টেম। শিবের ধনুকের নাম থেকেই এই রকেট লঞ্চারের নামকরণ করা হয় পিনাকা। ভারতীয় সেনা বাহিনীর কাছে এটি একটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম। চীন ও পাকিস্তান উভয় দেশের মোকাবিলায় এর ব্যবহার করা হতে পারে বলে সেনা সূত্রের খবর।

আইটিআর ও প্রুফ অ্যান্ড এক্সপেরিমেন্টাল এসটাব্লিশমেন্ট বা পিএক্সই দ্বারা স্থাপিত টেলিমেট্রি, রাডার, ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম দিয়ে এই উৎক্ষেপণ পর্যবেক্ষণ করা হয়। বর্তমানে ভারতীয় সেনা যে ১২২ এমএম গ্রাড রকেট ব্যবহার করছে, তার আদর্শ বিকল্প হতে পারে ১২২ এমএম ক্যালিবার রকেট।

রকেটটি সফলভাবে উৎক্ষেপিত হওয়ার পর কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডিআরডিওকে অভিনন্দন জানান। গত বছরও পিনাকা রকেটের সফল উৎক্ষেপন করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা ডিআরডিওর তৈরি উন্নত প্রযুক্তির পিনাকা রকেট লঞ্চার সিস্টেম তখন সফল উৎক্ষেপণ হয় ওড়িশার চাঁদিপুরের ইন্ডিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে। মোট ছটি রকেট পরপর ছোঁড়া হয়। সমস্ত পরীক্ষা সম্পূর্ণ করাই ছিল মিশনের অন্যতম লক্ষ্য। আর সেই পরীক্ষায় ডিআরডিও সফল হয়েছে বলেও জানানো হয়।

সংস্থার পক্ষ থেকে বলা হয় প্রত্যেকটি রকেটই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে। রকেটটিতে ব়্যাডার ও ইলেক্টো অপটিক্যাল ট্রাকিং সিস্টেমে পরীক্ষা করে কার্যক্ষমতা পরীক্ষা করা হয়। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

 

ট্যাগ:
জনপ্রিয়

পিনাকা রকেট লঞ্চার সিস্টেমের সফল পরীক্ষা ভারতের

প্রকাশ: ০২:৩৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ ডিসেম্বর ২০২১

বর্ধিত পাল্লার পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার সিস্টেমের সফল পরীক্ষা চালালো ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)। ১১ ডিসেম্বর, শনিবার, সকালে পোখরান রেঞ্জে সফলভাবে পরীক্ষা করা হয়েছে পিনাকা-ইআর রকেট লঞ্চার সিস্টেমের।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পিনাকা রকেটের বর্ধিত সংস্করণের একের পর এক পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে ৷ গত তিনদিন ধরে পোখরানে এই প্রক্রিয়া চলে ৷ এছাড়া, ডিআরডিও-র কাছ থেকে পাওয়া প্রযুক্তি ব্যবহার করে একটি বেসরকারি সংস্থা এই রকেট সিস্টেম তৈরি করেছে বলে বিজ্ঞপ্তিতে জানায় তাঁরা।

সফল উৎক্ষেপণের পর প্রতিরক্ষা দপ্তরের দেয়া বিবৃতিতে বলা হয়, “ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে এই পরীক্ষা চালিয়েছে ডিআরডিও৷ বেসরকারি কারখানায় তৈরি এই রকেট সিস্টেমটির গত তিনদিন ধরে পরীক্ষামূলকভাবে উৎক্ষপণ করা হয়েছে ৷ এই ট্রায়াল চলাকালীন বিভিন্ন দূরত্বের এবং বিভিন্ন ধারণক্ষমতা সম্পন্ন রকেট উৎক্ষেপণ করা হয়।”

উল্লেখ্য, পিনাকা এমকে-১ রকেট সিস্টেমের পাল্লা প্রায় ৪০ কিলোমিটার ৷ পিনাকা এমকে-২ সংস্করণটি আবার ৬০ কিলোমিটার উড়ে গিয়ে লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম ৷ এছাড়া, ডিআরডিও-র প্রযুক্তি ব্যবহার করে পিনাকার যে নতুন সংস্করণটি তৈরি করা হয়েছে, সেটির নাম পিনাকা-এডিএম ৷ এই সংস্করণটিরও সফল ট্রায়াল করা হয়েছে পোখরানে ৷ সব মিলিয়ে মোট ২৪ টি রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে ৷

প্রসঙ্গত, ডিআরডিও-র পক্ষ থেকে জানান হয়েছে, পিনাকা হল ভারতের ফ্রি ফ্লাইট অ্যাটিলারি রকেট সিস্টেম। শিবের ধনুকের নাম থেকেই এই রকেট লঞ্চারের নামকরণ করা হয় পিনাকা। ভারতীয় সেনা বাহিনীর কাছে এটি একটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম। চীন ও পাকিস্তান উভয় দেশের মোকাবিলায় এর ব্যবহার করা হতে পারে বলে সেনা সূত্রের খবর।

আইটিআর ও প্রুফ অ্যান্ড এক্সপেরিমেন্টাল এসটাব্লিশমেন্ট বা পিএক্সই দ্বারা স্থাপিত টেলিমেট্রি, রাডার, ইলেকট্রো অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম দিয়ে এই উৎক্ষেপণ পর্যবেক্ষণ করা হয়। বর্তমানে ভারতীয় সেনা যে ১২২ এমএম গ্রাড রকেট ব্যবহার করছে, তার আদর্শ বিকল্প হতে পারে ১২২ এমএম ক্যালিবার রকেট।

রকেটটি সফলভাবে উৎক্ষেপিত হওয়ার পর কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডিআরডিওকে অভিনন্দন জানান। গত বছরও পিনাকা রকেটের সফল উৎক্ষেপন করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা ডিআরডিওর তৈরি উন্নত প্রযুক্তির পিনাকা রকেট লঞ্চার সিস্টেম তখন সফল উৎক্ষেপণ হয় ওড়িশার চাঁদিপুরের ইন্ডিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে। মোট ছটি রকেট পরপর ছোঁড়া হয়। সমস্ত পরীক্ষা সম্পূর্ণ করাই ছিল মিশনের অন্যতম লক্ষ্য। আর সেই পরীক্ষায় ডিআরডিও সফল হয়েছে বলেও জানানো হয়।

সংস্থার পক্ষ থেকে বলা হয় প্রত্যেকটি রকেটই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে। রকেটটিতে ব়্যাডার ও ইলেক্টো অপটিক্যাল ট্রাকিং সিস্টেমে পরীক্ষা করে কার্যক্ষমতা পরীক্ষা করা হয়। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক