রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ০৬ ডিসেম্বর, সোমবার, নয়াদিল্লীতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। আলোচনাকালে দ্বিপাক্ষিক সম্পর্কের বিদ্যমান অবস্থা ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন দুজনে। এসময়, প্রতিরক্ষা খাতে ভারত ও রাশিয়ার সম্পর্ক আরও গভীরতর করার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তাঁরা।
পরবর্তীতে এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেন রাজনাথ নিজেই। তিনি লিখেছেন, রুশ প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সের্গেই শোইগুর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয়াদি নিয়ে আলোচনা হলো। সম্পর্ক আরও দৃঢ় করতে আমরা বদ্ধপরিকর। ভারতের প্রতি রাশিয়ার জোরালো সমর্থনকে আমরা গভীরভাবে উপলব্ধি করি।
উল্লেখ্য, উভয় মন্ত্রীই ইতোপূর্বে ভারত-রাশিয়া আন্তঃসরকারি কমিশন অন মিলিটারি টেকনিক্যাল কোঅপারেশন এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রসঙ্গত, ঐতিহ্যগতভাবেই সুসম্পর্ক রয়েছে ভারত ও রাশিয়ার। সাম্প্রতিক সময়ে এই সম্পর্কের আকাশে কিছুটা মেঘ দেখা গেলেও তা কাটিয়ে উঠতে মরিয়া উভয় রাষ্ট্রের শীর্ষ নেতৃত্ব। এরই ধারাবাহিকতায় ভারতে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবারই ২১ তম শীর্ষ বৈঠকে মোদীর সঙ্গে আলোচনায় বসার কথা তাঁর।
এই সফরে তাঁর সঙ্গী হিসেবে রয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
পূর্বেই জানা গিয়েছিলো, পুতিনের ভারত সফরের প্রথমদিনেই, অর্থাৎ আজই মন্ত্রী পর্যায়ে ২+২ বৈঠক আয়োজন করতে পারে ভারত ও রাশিয়া। বৈঠকে আফগানিস্তান নিয়ে বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আলোচনা করবেন মন্ত্রীগণ। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক