০৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিরক্ষায় স্বনির্ভরতা সর্বোচ্চ অগ্রাধিকার: রাজনাথ সিং

প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা বাড়ানোর ডাক দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে প্রতিরক্ষা বাণিজ্যের বাজারেও খুব একটা পিছিয়ে নেই ভারত। ০৪ ডিসেম্বর, ২০২১, শনিবার, এমনটাই জানালেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

মন্ত্রী জানিয়েছেন, গত ০৭ বছরে ৩৮০০০ কোটি টাকার বেশি প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করেছে সরকার । প্রতিরক্ষা সরঞ্জাম-সহ সব ধরনের পণ্যের ক্ষেত্রেই খুব শীঘ্রই বিশ্ব মানচিত্রে ভারত অন্যতম রফতানিকারী দেশ হিসেবে উঠে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।

সোসাইটি অব ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারার্স আয়োজিত ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প নিয়ে এদিন একটি সমাবেশে যোগ দেন রাজনাথ । সেখানে তিনি বলেন, ৮৫০০০ কোটি টাকার মহাকাশ এবং প্রতিরক্ষা শিল্প রয়েছে আমাদের ৷ এর মধ্যে বেসরকারি ক্ষেত্রের বিনিয়োগ রয়েছে প্রায় ১৮০০০ কোটি টাকা ৷

ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পদ্যোগীদের উদ্দেশ্যে রাজনাথ বলেন, নতুন প্রযুক্তি, নতুন পণ্য নিয়ে এগিয়ে আসুন আপনারা ৷ ব্যবসা ছোট বলে আপনাদের পক্ষে উদ্ভাবন সম্ভব নয়, এমন ভাববেন না ৷ কারণ গত ০৭ বছরে সরকারের উদ্যোগে ৩৮০০০ কোটি টাকার বেশি প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করা গিয়েছে ।

রাজনাথ জানিয়েছেন, এই মুহূর্তে ভারত ৭০ টি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করে ৷ স্টকহম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের ২০২০-এর রিপোর্ট তুলে ধরে রাজনাথ বলেন, প্রতিরক্ষা সরঞ্জাম রফতানিকারী দেশের তালিকায় বর্তমানে ২৫ নম্বরে রয়েছে ভারত ৷

রাজনাথের দাবি, বিগত কয়েক বছরে প্রতিরক্ষা ক্ষেত্রেও উদ্ভাবনী শক্তি, গবেষণা এবং স্টার্টআপের সংখ্যা বেড়েছে৷ তাই ছোট ব্যবসায়ীদের পাশে পেলে দেশের জাতীয় নিরাপত্তাও আরও মজবুত হবে বলে মত তাঁর। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

প্রতিরক্ষায় স্বনির্ভরতা সর্বোচ্চ অগ্রাধিকার: রাজনাথ সিং

প্রকাশ: ০১:২১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১

প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা বাড়ানোর ডাক দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে প্রতিরক্ষা বাণিজ্যের বাজারেও খুব একটা পিছিয়ে নেই ভারত। ০৪ ডিসেম্বর, ২০২১, শনিবার, এমনটাই জানালেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

মন্ত্রী জানিয়েছেন, গত ০৭ বছরে ৩৮০০০ কোটি টাকার বেশি প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করেছে সরকার । প্রতিরক্ষা সরঞ্জাম-সহ সব ধরনের পণ্যের ক্ষেত্রেই খুব শীঘ্রই বিশ্ব মানচিত্রে ভারত অন্যতম রফতানিকারী দেশ হিসেবে উঠে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি ।

সোসাইটি অব ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারার্স আয়োজিত ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্প নিয়ে এদিন একটি সমাবেশে যোগ দেন রাজনাথ । সেখানে তিনি বলেন, ৮৫০০০ কোটি টাকার মহাকাশ এবং প্রতিরক্ষা শিল্প রয়েছে আমাদের ৷ এর মধ্যে বেসরকারি ক্ষেত্রের বিনিয়োগ রয়েছে প্রায় ১৮০০০ কোটি টাকা ৷

ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পদ্যোগীদের উদ্দেশ্যে রাজনাথ বলেন, নতুন প্রযুক্তি, নতুন পণ্য নিয়ে এগিয়ে আসুন আপনারা ৷ ব্যবসা ছোট বলে আপনাদের পক্ষে উদ্ভাবন সম্ভব নয়, এমন ভাববেন না ৷ কারণ গত ০৭ বছরে সরকারের উদ্যোগে ৩৮০০০ কোটি টাকার বেশি প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করা গিয়েছে ।

রাজনাথ জানিয়েছেন, এই মুহূর্তে ভারত ৭০ টি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করে ৷ স্টকহম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের ২০২০-এর রিপোর্ট তুলে ধরে রাজনাথ বলেন, প্রতিরক্ষা সরঞ্জাম রফতানিকারী দেশের তালিকায় বর্তমানে ২৫ নম্বরে রয়েছে ভারত ৷

রাজনাথের দাবি, বিগত কয়েক বছরে প্রতিরক্ষা ক্ষেত্রেও উদ্ভাবনী শক্তি, গবেষণা এবং স্টার্টআপের সংখ্যা বেড়েছে৷ তাই ছোট ব্যবসায়ীদের পাশে পেলে দেশের জাতীয় নিরাপত্তাও আরও মজবুত হবে বলে মত তাঁর। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক