১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ওমিক্রনের প্রভাব অপেক্ষাকৃত কম হবে: ভারত

করোনার ডেল্টা প্রজাতির প্রভাবে ভারতে এসেছিলো দ্বিতীয় ঢেউ। তার ফল যে কতটা মারাত্মক হয়েছিল, সেই স্মৃতি এখনও দগদগে। তখনই বিশেষজ্ঞরা বারবার সাবধান করেছিলেন, যে ভারতে ফের আসতে পারে তৃতীয় ঢেউ। সেই সময়সীমাও ঘোষণা করেছিলেন।

যদিও তা পেরিয়ে গেলেও দেশে সংক্রমণ আর লাগামছাড়াভাবে বাড়েনি। এবার করোনার আরও এক নতুন প্রজাতি ওমিক্রন থাবা বসিয়েছে ভারত সহ দুনিয়ার অনেক দেশে। প্রশ্ন উঠছে, এর জন্যই কি ভারতে ফের আসতে পারে তৃতীয় ঢেউ?‌

ওমিক্রন নিয়ে এ রকমই হাজারো প্রশ্ন এখন উঠছে মানুষের মনে। এ রকম কিছু প্রশ্নের জবাব দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। সেখানে এই সংক্রান্ত বহু প্রশ্নের জবাব দিয়েছে। এই ওমিক্রনের জেরেই কি আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ?‌

প্রশ্নের জবাবে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউট অফ জেনোমিক অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজিক ডিরেক্টর অনুরাগ আগরওয়াল বলেন, ‘‌করোনার এই প্রজাতি অত্যন্ত শক্তিশালী।‌ যদিও এখনও পর্যন্ত ওমিক্রনের কোনও মারাত্মক উপসর্গ প্রকাশিত হয়নি।”

কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন, এটি খুবই সংক্রামক। সেক্ষেত্রে এই প্রজাতির কারণে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া সম্ভব নয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ।

কেন্দ্র বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার বাইরেও বিভিন্ন দেশে ওমিক্রন ছড়াচ্ছে বলে জানা যাচ্ছে। আরও দেশে ছড়িয়ে পড়তে পারে, তার মধ্যে রয়েছে ভারতও। যদিও এখনও কত দ্রুত এই প্রজাতি ছড়াবে এবং তার প্রভাব কতটা গুরুতর হতে পারে তা এখনও স্পষ্ট নয়।

তবে কেন্দ্র আশ্বাস দিয়েছে, ‘‌যেহেতু ভারতে দ্রুত গতিতে টিকাকরণ হয়েছে এবং ভারতে ডেল্টা প্রজাতি বিপুলভাবে ছড়িয়ে পড়েছিল, তাই এই ওমিক্রনের প্রভাব অপেক্ষাকৃত কম পড়বে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে বৈজ্ঞানিক তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে।’‌

পাশাপাশি কেন্দ্রে বারবার কোভিড বিধি মানার ওপর জোর দিয়েছে। যেমন মাস্ক পড়া, দূরত্ববিধি মানা এবং অবশ্যই টিকার দু‌টি ডোজ নিয়ে নেওয়ার কথা বলেছে কেন্দ্র। এদিকে, প্রশ্ন উঠছে, বর্তমানে যে টিকাগুলো রয়েছে সেগুলো করোনার বিরুদ্ধে কতটা কার্যকরী?

এই প্রশ্নের জবাবে ভারতীয় স্বাস্থ্য দপ্তরের তরফে বলা হয়েছে, ‘এই টিকাগুলো ওমিক্রনের উপর কাজ করে না, এই ধরনের কোনও তথ্য এখনও সামনে আসেনি। কিন্তু, কিছু মিউটেশন রিপোর্ট দেখায় হয়তো এই ভ্যারিয়্যান্টের উপর টিকার কার্যকরিতা কিছুটা কম হবে।’

তবে করোনা টিকা সাধারণ মানুষকে সুরক্ষা দেবে বলে মনে করছে কেন্দ্র। টিকা নেওয়ার সমস্ত মাপকাঠিতে উত্তীর্ণ ব্যক্তিদের নিজেদের সুরক্ষিত রাখতে টিকা নেওয়া প্রয়োজন বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

উল্লেখ্য, বিশ্বের ৩০টি দেশে এখনও পর্যন্ত প্রায় ৪০০ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে৷ করোনার এই নয়া রূপ ৫০ বারেরও বেশি চরিত্রবদল করেছে এবং তার প্রোটিন স্পাইক ৩২ বার চরিত্রবদল করেছে দাবি বিজ্ঞানীদের৷ তাই এখনও পর্যন্ত ডেল্টাকে করোনার সবথেকে ভয়ঙ্কর রূপ বলে চিহ্নিত করা হলেও, ওমিক্রন তার চেয়েও বেশি সংক্রামক বলে মনে করা হচ্ছে৷

যদিও ওমিক্রনের প্রকোপে এখনও পর্যন্ত প্রাণহানির খবর মেলেনি। কিন্তু বিষয়টিকে হালকা ভাবে নেওয়া উচিত নয় বলে ইতিমধ্যেই সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

ওমিক্রনের প্রভাব অপেক্ষাকৃত কম হবে: ভারত

প্রকাশ: ০১:১৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১

করোনার ডেল্টা প্রজাতির প্রভাবে ভারতে এসেছিলো দ্বিতীয় ঢেউ। তার ফল যে কতটা মারাত্মক হয়েছিল, সেই স্মৃতি এখনও দগদগে। তখনই বিশেষজ্ঞরা বারবার সাবধান করেছিলেন, যে ভারতে ফের আসতে পারে তৃতীয় ঢেউ। সেই সময়সীমাও ঘোষণা করেছিলেন।

যদিও তা পেরিয়ে গেলেও দেশে সংক্রমণ আর লাগামছাড়াভাবে বাড়েনি। এবার করোনার আরও এক নতুন প্রজাতি ওমিক্রন থাবা বসিয়েছে ভারত সহ দুনিয়ার অনেক দেশে। প্রশ্ন উঠছে, এর জন্যই কি ভারতে ফের আসতে পারে তৃতীয় ঢেউ?‌

ওমিক্রন নিয়ে এ রকমই হাজারো প্রশ্ন এখন উঠছে মানুষের মনে। এ রকম কিছু প্রশ্নের জবাব দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। সেখানে এই সংক্রান্ত বহু প্রশ্নের জবাব দিয়েছে। এই ওমিক্রনের জেরেই কি আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ?‌

প্রশ্নের জবাবে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউট অফ জেনোমিক অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজিক ডিরেক্টর অনুরাগ আগরওয়াল বলেন, ‘‌করোনার এই প্রজাতি অত্যন্ত শক্তিশালী।‌ যদিও এখনও পর্যন্ত ওমিক্রনের কোনও মারাত্মক উপসর্গ প্রকাশিত হয়নি।”

কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন, এটি খুবই সংক্রামক। সেক্ষেত্রে এই প্রজাতির কারণে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া সম্ভব নয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ।

কেন্দ্র বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার বাইরেও বিভিন্ন দেশে ওমিক্রন ছড়াচ্ছে বলে জানা যাচ্ছে। আরও দেশে ছড়িয়ে পড়তে পারে, তার মধ্যে রয়েছে ভারতও। যদিও এখনও কত দ্রুত এই প্রজাতি ছড়াবে এবং তার প্রভাব কতটা গুরুতর হতে পারে তা এখনও স্পষ্ট নয়।

তবে কেন্দ্র আশ্বাস দিয়েছে, ‘‌যেহেতু ভারতে দ্রুত গতিতে টিকাকরণ হয়েছে এবং ভারতে ডেল্টা প্রজাতি বিপুলভাবে ছড়িয়ে পড়েছিল, তাই এই ওমিক্রনের প্রভাব অপেক্ষাকৃত কম পড়বে বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে বৈজ্ঞানিক তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে।’‌

পাশাপাশি কেন্দ্রে বারবার কোভিড বিধি মানার ওপর জোর দিয়েছে। যেমন মাস্ক পড়া, দূরত্ববিধি মানা এবং অবশ্যই টিকার দু‌টি ডোজ নিয়ে নেওয়ার কথা বলেছে কেন্দ্র। এদিকে, প্রশ্ন উঠছে, বর্তমানে যে টিকাগুলো রয়েছে সেগুলো করোনার বিরুদ্ধে কতটা কার্যকরী?

এই প্রশ্নের জবাবে ভারতীয় স্বাস্থ্য দপ্তরের তরফে বলা হয়েছে, ‘এই টিকাগুলো ওমিক্রনের উপর কাজ করে না, এই ধরনের কোনও তথ্য এখনও সামনে আসেনি। কিন্তু, কিছু মিউটেশন রিপোর্ট দেখায় হয়তো এই ভ্যারিয়্যান্টের উপর টিকার কার্যকরিতা কিছুটা কম হবে।’

তবে করোনা টিকা সাধারণ মানুষকে সুরক্ষা দেবে বলে মনে করছে কেন্দ্র। টিকা নেওয়ার সমস্ত মাপকাঠিতে উত্তীর্ণ ব্যক্তিদের নিজেদের সুরক্ষিত রাখতে টিকা নেওয়া প্রয়োজন বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।

উল্লেখ্য, বিশ্বের ৩০টি দেশে এখনও পর্যন্ত প্রায় ৪০০ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে৷ করোনার এই নয়া রূপ ৫০ বারেরও বেশি চরিত্রবদল করেছে এবং তার প্রোটিন স্পাইক ৩২ বার চরিত্রবদল করেছে দাবি বিজ্ঞানীদের৷ তাই এখনও পর্যন্ত ডেল্টাকে করোনার সবথেকে ভয়ঙ্কর রূপ বলে চিহ্নিত করা হলেও, ওমিক্রন তার চেয়েও বেশি সংক্রামক বলে মনে করা হচ্ছে৷

যদিও ওমিক্রনের প্রকোপে এখনও পর্যন্ত প্রাণহানির খবর মেলেনি। কিন্তু বিষয়টিকে হালকা ভাবে নেওয়া উচিত নয় বলে ইতিমধ্যেই সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক