অর্থনৈতিক সহযোগিতা ও বন্ধন দৃঢ় করতে একটি চার-দফা প্যাকেজ চূড়ান্ত করেছে ভারত এবং শ্রীলঙ্কা। এর মাঝে ভারতের তরফে শ্রীলঙ্কাকে দেয়া লাইন অব ক্রেডিটের সম্প্রসারণ এবং মুদ্রা বিনিময় ব্যবস্থার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গিয়েছে।
গত ০১ এবং ০২ ডিসেম্বর সময়কালে লঙ্কান অর্থমন্ত্রী বাসিল রাজাপাক্ষের ভারত সফরের সময় চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। পরবর্তীতে গত বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর, ভারতে নিযুক্ত লঙ্কান হাইকমিশনের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।
বিবৃতি থেকে জানা যায়, শ্রীলঙ্কান অর্থমন্ত্রী তাঁর এবারের সফরকালে ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দুই দফা বৈঠক করেছে। তাছাড়া, ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও দেখা করেছেন লঙ্কান অর্থমন্ত্রী।
সিতারামন এবং জয়শঙ্করের সঙ্গে আলোচনাকালে অর্থনৈতিক সহযোগিতার দিকে বিশেষ মনোযোগ সহ দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পর্কিত পারস্পরিক গুরুত্বের বিষয়াদি নিয়ে আলোচনা করেন বাসিল রাজাপাক্ষে। এসময়, বিদ্যমান সম্পর্কের পর্যালোচনা পূর্বক উভয় পক্ষই সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে।
এছাড়াও, মহামারী থেকে উত্তরণ এবং মহামারী উত্তর সময়ে অর্থনীতির গতি স্বাভাবিক করার বিষয়ে বিশদ আলোচনা করেন তাঁরা। ভারতীয় মন্ত্রীগণ শ্রীলঙ্কার বর্তমান আর্থিক অবস্থার প্রতি সংহতি প্রকাশ করেছেন বলেও সূত্রের খবর।
আর্থিক সহযোগিতার চার দফা প্যাকেজটি যথাক্রমে,
প্রথমত, জরুরী ভিত্তিতে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা প্যাকেজ, যা ভারত থেকে শ্রীলঙ্কায় খাদ্য, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় আইটেম রপ্তানির ক্ষেত্রে ক্রেডিট লাইনের সম্প্রসারণকে নিশ্চিত করবে।
দ্বিতীয়ত, একটি এনার্জি সিকিউরিটি প্যাকেজ, যাতে ভারত থেকে জ্বালানি রপ্তানির জন্য একটি ক্রেডিট লাইন এবং ত্রিনকোমালি ট্যাঙ্ক ফার্মের প্রাথমিক আধুনিকীকরণ অন্তর্ভুক্ত থাকবে।
তৃতীয়ত, শ্রীলঙ্কাকে বর্তমান অর্থপ্রদানের ভারসাম্য সংক্রান্ত সমস্যা সমাধানে সাহায্য করার জন্য একটি মুদ্রা অদলবদলের প্রস্তাব।
চতুর্থত, শ্রীলঙ্কায় বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় বিনিয়োগের সুবিধা দেওয়া, যা রাষ্ট্রীয়ভাবে দেশটির বৃদ্ধিতে অবদান রাখবে এবং কর্মসংস্থান প্রসারিত করবে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক