সাইবেরিয়ায় পাকিস্তান দূতাবাসের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে দেশটির প্রধানমন্ত্রী ইমরানকে নিয়ে প্যারোডি করে একটি ভিডিও প্রকাশ করেছে। নিজ দেশের দূতাবাসের টুইটারে ট্রোলের শিকার হয়ে ইমরান খান বিব্রতকর অবস্থায় পড়েছেন বলে শুক্রবার গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
সাইবরিয়ার পাকিস্তান দূতাবাসের ভ্যারিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ওই টুইটে বলা হয়েছে, মূল্যবৃদ্ধি সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। আমরা আর কতদিন চুপ করে থাকব বলে আশা করছেন ইমরান খান? গত তিন মাস বেতন না পেয়েও আমরা কাজ করছি। ফি দিতে না পারায় আমাদের সন্তানদের স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। এটাই কি নয়া পাকিস্তান?
টুইটারে আরও লেখা হয়েছে, আমি দুঃখিত ইমরান খান। আমার আর কিছু করাই ছিল না।
এর সঙ্গে একটি ভিডিও পোস্ট করে সম্প্রতি দেশবাসীর উদ্দেশ্যে ইমরানের বার্তাকে কটাক্ষ করা হয়েছে। একটি প্যারোডি গানে ইমরানের বিখ্যাত উক্তি, ‘আপনারা ঘাবড়াবেন না’ কথাটিকে ব্যঙ্গ করা হয়েছে।
৩ ডিসেম্বর দেওয়া ওই টুইট পরে অবশ্য মুছে ফেলা হয়। তবে টুইটের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে পাকিস্তান সরকারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ভিডিওটি নিয়ে ঝড় উঠেছে পাকিস্তানের রাজনৈতিক মহলেও। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক