দ্বিপাক্ষিক খাতে সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়ন অংশীদারিত্ব সহ কূটনৈতিক সম্পর্ক বাড়ানোর একাধিক উপায় নিয়ে আলোচনা করেছে ভারত ও মাইক্রোনেশিয়া। ৩০ নভেম্বর, মঙ্গলবার, ভারত-প্যাসিফিক আইল্যান্ড কোঅপারেশন এবং জলবায়ু পরিবর্তন রোধে করণীয় ইস্যুতে আলোচনার সময় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে উভয় রাষ্ট্রের প্রতিনিধিগণ।
ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই বৈঠকে ভারতের পক্ষে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং এবং মাইক্রোনেশিয়ার পক্ষে ফেডারেটেড স্টেটস অফ মাইক্রোনেশিয়া (FSM)-এর বিদেশ বিষয়ক বিভাগের সচিব (মন্ত্রী) কান্দি এ এলিয়েসার। পরবর্তীতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা পূর্বক সম্পর্কের সার্বিক অগ্রগতি সাধন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একত্রে লড়াই, প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি ও আর্থিক সম্পর্ক জোরদারের নানান ইস্যুতে আলোচনা করেছে উভয় পক্ষ। পাশাপাশি দক্ষিণ-দক্ষিণ সম্পর্ক বৃদ্ধির বিষয়েও আলোচনা করেন তাঁরা।
মানব উন্নয়ন সহযোগিতা ইস্যুতেও আলোচনা করেছে ভারত ও মাইক্রোনেশিয়া। উল্লেখ্য, ভারত প্রতিবছরই মাইক্রোনেশিয়াকে প্রায় দুই লক্ষ ডলার অনুদান দিয়ে থাকে। পাশাপাশি বহুপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে এঁকে অন্যকে সমর্থন করে দেশ দুটো। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক