সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত ১৯ নভেম্বর, ২০২১, শুক্রবার, বৈঠকটি আয়োজিত হয়। আলোচনায় উভয় রাষ্ট্রের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিভিন্ন উপায় নিয়ে মতবিনিময় করেন দুই নেতা।
পরবর্তীতে টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন জয়শঙ্কর নিজেই। সেখানে জয়শঙ্কর লিখেছেন, “আমাকে সময় দেয়ায় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং-এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিবর্তিত বিশ্বে ঘনিষ্ঠভাবে কাজ করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছাবার্তা জানিয়েছি।”
করোনা পরবর্তী সময়ে উভয় রাষ্ট্রের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন জয়শঙ্কর। এর আগে সিঙ্গাপুরের ইমেরিটাস সিনিয়র মন্ত্রী গোহ চোক টং-এর সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। এক টুইটে সেই বৈঠকের কথাও সবাইকে জানিয়েছেন মোদী মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ এই মন্ত্রী।
উল্লেখ্য, তিন দিনের সফরে বর্তমানে সিঙ্গাপুর অবস্থান করছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে দেশটির অর্থমন্ত্রী লরেন্স ওং এবং স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। স্বাস্থ্য খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা ইস্যুতে বিস্তর মতবিনিময় করেন তাঁরা।
তাছাড়া, গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালার সঙ্গেও সাক্ষাৎ করেছেন জয়শঙ্কর। পরবর্তীতে টুইট করে তিনি নিজেই সেটি জানান। একই সঙ্গে, দেশটির সামাজিক নীতিগুলোর সমন্বয়কারী মন্ত্রী থারমান শানমুগারত্নমের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।
সফরকালে সিঙ্গাপুরের বিভিন্ন সিনিয়র কর্মকর্তা ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন জয়শঙ্কর। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় হাইকমিশন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক