০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সিঙ্গাপুরের অর্থমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ

সিঙ্গাপুরের অর্থমন্ত্রী লরেন্স ওং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ১৯ নভেম্বর, ২০২১, শুক্রবার, বৈঠকটি আয়োজিত হয়। আলোচনায় যৌথ উন্নয়ন এবং দুই দেশের প্রবৃদ্ধির সমূহ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছেন দুই নেতা।

পরবর্তীতে টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন জয়শঙ্কর নিজেই। সেখানে তিনি লিখেছেন, “সিঙ্গাপুরের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পেরে আনন্দিত। উন্নয়ন ইস্যুতে আকর্ষণীয় মতবিনিময় করেছি আমরা।”

উল্লেখ্য, তিন দিনের সফরে বর্তমানে সিঙ্গাপুর অবস্থান করছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। স্বাস্থ্য খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা ইস্যুতে বিস্তর মতবিনিময় করেন তাঁরা।

তাছাড়া, গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালার সঙ্গেও সাক্ষাৎ করেছেন জয়শঙ্কর। পরবর্তীতে টুইট করে তিনি নিজেই সেটি জানান। একই সঙ্গে, দেশটির সামাজিক নীতিগুলোর সমন্বয়কারী মন্ত্রী থারমান শানমুগারত্নমের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

জানা গিয়েছে, সিঙ্গাপুর সফরকালে প্রধানমন্ত্রী লি সিয়েন লুং-এর সঙ্গেও সাক্ষাৎ করবেন জয়শঙ্কর। তাছাড়া, দেশটির বিভিন্ন সিনিয়র কর্মকর্তা ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় হাইকমিশন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:
জনপ্রিয়

সিঙ্গাপুরের অর্থমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ

প্রকাশ: ০৩:১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১

সিঙ্গাপুরের অর্থমন্ত্রী লরেন্স ওং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ১৯ নভেম্বর, ২০২১, শুক্রবার, বৈঠকটি আয়োজিত হয়। আলোচনায় যৌথ উন্নয়ন এবং দুই দেশের প্রবৃদ্ধির সমূহ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছেন দুই নেতা।

পরবর্তীতে টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন জয়শঙ্কর নিজেই। সেখানে তিনি লিখেছেন, “সিঙ্গাপুরের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পেরে আনন্দিত। উন্নয়ন ইস্যুতে আকর্ষণীয় মতবিনিময় করেছি আমরা।”

উল্লেখ্য, তিন দিনের সফরে বর্তমানে সিঙ্গাপুর অবস্থান করছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। স্বাস্থ্য খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা ইস্যুতে বিস্তর মতবিনিময় করেন তাঁরা।

তাছাড়া, গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালার সঙ্গেও সাক্ষাৎ করেছেন জয়শঙ্কর। পরবর্তীতে টুইট করে তিনি নিজেই সেটি জানান। একই সঙ্গে, দেশটির সামাজিক নীতিগুলোর সমন্বয়কারী মন্ত্রী থারমান শানমুগারত্নমের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

জানা গিয়েছে, সিঙ্গাপুর সফরকালে প্রধানমন্ত্রী লি সিয়েন লুং-এর সঙ্গেও সাক্ষাৎ করবেন জয়শঙ্কর। তাছাড়া, দেশটির বিভিন্ন সিনিয়র কর্মকর্তা ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় হাইকমিশন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক