নিজস্ব সংবাদদাতা: পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন জাকির হোসেন (৩৫) আজ সকাল আটটা ২২ মিনিটের দিকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে মারা যান।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, জাকির হোসেনের শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
নিহত জাকির হোসেনের পিতার নাম আবদুর রশিদ। তিনি রাজধানীর বাবু বাজার এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে।
গত ২০ ফেব্রুয়ারি দিবাগত রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার দিনই আগুনে পুড়ে অন্তত ৬৭ জন নিহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চারজন। এ নিয়ে ওই অগ্নিকান্ডের ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৭১ জন।