কৃষি, স্বাস্থ্য, আইসিটি, বেসামরিক বিমান চলাচল, জ্বালানি, সংস্কৃতি, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়ন খাতে সম্পর্ক জোরদারে সম্মত হয়েছে ভারত ও রুয়ান্ডা। গত ১৪ ও ১৫ নভেম্বর, ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরণের রুয়ান্ডা সফরকালে এ বিষয়ে আলোচনা করেছে দু দেশের সংশৃষ্ট কর্তৃপক্ষ।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, রুয়ান্ডা অবস্থানকালে দেশটির রাষ্ট্রপতি পল কাগাম, পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী ভিনসেন্ট বিরুতা এবং ব্যবসায়ী ও উদ্যোক্তা সমাজের সঙ্গে বৈঠক করেছেন মুরালিধরণ। পাশাপাশি রুয়ান্ডা-ভারত যৌথ মিটিং এ সভাপতিত্বও করেন তিনি।
এসব আলোচনায় রুয়ান্ডার নেতৃত্বের সঙ্গে বৈশ্বিক ও আঞ্চলিক নানা বিষয়ে মতবিনিময় করেন মুরালিধরণ। এসময়, উভয় পক্ষই মুলতুবি থাকা সমঝোতা স্মারকগুলির দ্রুত সমাপ্তির জন্য একে অপরের সাথে কাজ করতে এবং বিদ্যমান প্রাতিষ্ঠানিক ব্যবস্থার অধীনে কাজ এগিয়ে নিতে সম্মত হয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর।
রুয়াণ্ডার রাষ্ট্রপতি কাগামের সঙ্গে মুরালিধরণের আলোচনাকালে রুয়ান্ডার জনগণের প্রতি ভারতের সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন কাগামে। একই সঙ্গে ভারতের প্রতি সর্বাবস্থায় সমর্থন বজায় রাখার অঙ্গীকারও করেন তিনি। তাছাড়া, আগামী ২০২২ সালে রুয়ান্ডায় অনুষ্ঠিত হতে যাওয়া CHOGM শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য ভারতীয় নেতৃত্বকে আমন্ত্রণ জানান কাগামে।
মুরালিধরণও রাষ্ট্রপতি কাগামেকে দ্রুত ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
সফরকালে রুয়ান্ডায় ভারতের অর্থায়নে নির্মিত Nyabarongo হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্রকল্পটি পরিদর্শন করেন মুরালিধরণ। এছাড়াও, রুয়ান্ডায় ভারত সরকারের অনুদানে প্রতিষ্ঠিত ভারত-রুয়ান্ডা উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন করেছেন মুরালিধরণ এবং কিগালি গণহত্যা স্মৃতিসৌধেও পরিদর্শন ও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
প্রসঙ্গত, রুয়ান্ডার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ভারতের। দেশটিতে বিশাল পরিমাণে ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায়ের মানুষজনের বসবাস। তাছাড়া, দেশটিতে বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন স্কিল ডেভেলপিং এবং উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে ভারত সরকার। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক