পৃথক দুই বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পররাষ্ট্র সচিব শ্রী হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে মতবিনিময় করেছেন আফগানিস্তানের পরিস্থিতি দেখভালের জন্য নবনিযুক্ত বিশেষ মার্কিন দূত টমাস ওয়েস্ট। ১৬ নভেম্বর, ২০২১, মঙ্গলবার, নয়াদিল্লিতে বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
আফগানিস্তান ইস্যুতে পাকিস্তান কর্তৃক আয়োজিত ট্রোইকা প্লাস বৈঠকে অংশ নেওয়ার পর ভারত সফরে এসেছেন মার্কিন বিশেষ প্রতিনিধি। ইন্ডিয়া নিউজ নেটওয়ার্কের সূত্র জানিয়েছে, আফগান ইস্যুতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বিস্তর আলোচনা করেছেন বিশেষ মার্কিন দূত।
জানা গিয়েছে, উক্ত বৈঠক গুলোতে সম্প্রতি শেষ হওয়া ভারতের তত্ত্বাবধানে আয়োজিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্তরের সংলাপ, আফগানিস্তানের সাধারণ জনগণ ও বহিরাগতদের গতিবিধি, দেশটিতে মানবিক সহায়তায় বিশ্বব্যাপী প্রচেষ্টার সমন্বয় এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্র সচিব এবং বিশেষ মার্কিন দূত।
পররাষ্ট্র সচিব শ্রিংলার সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র অরিন্দম বাগচী এক টুইট বার্তায় জানান, “আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনাবলী ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে পররাষ্ট্র সচিব শ্রী হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে মতবিনিময় করেছেন আফগানিস্তানের পরিস্থিতি দেখভালের জন্য নবনিযুক্ত বিশেষ মার্কিন দূত টমাস ওয়েস্ট।”
উল্লেখ্য, গত ১১ নভেম্বর, বৃহস্পতিবার, আফগান ইস্যুতে পাকিস্তান, চীন, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ট্রোইকা প্লাস বৈঠকের আয়োজন করে ইসলামাবাদ। এর মাত্র একদিন পূর্বে একই ইস্যুতে দিল্লীতে জাতীয় নিরাপত্তা স্তরের বৈঠক আয়োজন করেছিলো ভারত। সেখানে অংশ নেয় রাশিয়া, ইরান সহ মধ্য এশিয়ার আরও পাঁচটি রাষ্ট্র। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক