সাম্প্রতিক আফগান ও মায়ানমার ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের মহাসচিব স্টেফানো স্যানিনোর সাথে মতবিনিময় করেছেন ভারতীয় পররাষ্ট্র সচিব শ্রী হর্ষবর্ধন শ্রিংলা। ১৬ নভেম্বর, ২০২১, মঙ্গলবার, টেলিফোন বৈঠকটি অনুষ্ঠিত হয়।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি এবং সেখানকার মানবিক সহায়তা প্রদান ইস্যুতে বিস্তর আলোচনা করেছেন শ্রিংলা ও স্টেফানো। তাছাড়া, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানান ইস্যুতেও মতবিনিময় করেছেন তাঁরা। এসময়, উভয় পক্ষই আফগানিস্তানকে সন্ত্রাসবাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করা থেকে বিরত রাখার এবং আফগানিস্তানে নারী, শিশু ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতের ওপর জোর দিয়েছে।
সম্প্রতি দিল্লীর তত্ত্বাবধানে আয়োজিত আঞ্চলিক নিরাপত্তা সংলাপ ও সংলাপ পরবর্তী ঘোষণা নিয়েও কথা বলেন দুজনে। তাছাড়া, মায়ানমারের সামরিক জান্তা সরকার ও বেলারুশ-পোল্যান্ড সীমান্তে চলমান উত্তেজনা নিয়েও আলোচনা করেন তারা।
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ভবিষ্যতেও এ ধরণের ফোনালাপ অব্যহত রাখার বিষয়ে একমত পোষণ করেছেন দুজনে। খবরঃ ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক