সাইবার সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে সম্পর্ক জোরদারে সম্মত হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। ১৬ ও ১৭ নভেম্বর, দুই দেশের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল সংলাপে সাইবারস্পেসে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা এবং সক্ষমতা ও নিরাপত্তা বৃদ্ধি, একই সঙ্গে, এ ধরণের অপরাধ দমনে একত্রে কাজের অঙ্গীকার করা হয়েছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, উভয় পক্ষ দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বহুপাক্ষিক ফোরামে সাইবার ইস্যুতে সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে মতবিনিময় করেছে এবং সাইবার সহযোগিতাকে আরও গভীর করার অঙ্গীকার ব্যক্ত করেছে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এসময় আলোচনা করেন দু দেশের প্রতিনিধিগণ।
সংলাপে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সাইবার কূটনীতি) অতুল মালহারি গোটসুর্ভে। অন্যদিকে, নিউজিল্যান্ড প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর এবং ক্যাবিনেটের জাতীয় নিরাপত্তা নীতির পরিচালক ড্যান ইটন এবং পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদীয়মান নিরাপত্তা সমস্যা, আন্তর্জাতিক নিরাপত্তা এবং নিরস্ত্রীকরণ বিভাগের ভারপ্রাপ্ত ইউনিট ম্যানেজার জর্জিনা সার্জিসন।
এছাড়াও, উভয় রাষ্ট্রের সরকারী দপ্তর সমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংলাপটিতে অংশ নেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক