১২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সন্ত্রাসবাদ মোকাবেলায় একত্রে কাজ করবে ভারত ও ফ্রান্স

সন্ত্রাসবাদ মোকাবেলায় একত্রে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ভারত ও ফ্রান্স। ১৭ নভেম্বর, বুধবার, দেশ দুটোর সন্ত্রাসবাদ বিরোধী যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৫ তম বৈঠকে এ বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। এসময় সন্ত্রাসবাদ রুখতে চিহ্নিত সন্ত্রাসী ব্যাক্তি, সত্তা ও গোষ্ঠীকে নিষিদ্ধ করার বিষয়েও মতবিনিময় করেছে দেশ দুটোর প্রতিনিধি দল। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতি অনুসারে জানা যায়, ভারত ও ফ্রান্স উভয় পক্ষই আল-কায়েদা, আইএসআইএস/দায়েশ, লস্কর ই-তৈয়্যবা (এলইটি), জইশ-ই-মোহাম্মদ (জেএম), হিজবুল মুজাহিদিন সহ সমস্ত সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। পাশাপাশি চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের পরিকল্পিতভাবে দ্রুত বিচারের আওতায় আনার বিষয়ে আলোচনা করেছে তাঁরা।

পাশাপাশি আফগানিস্তান সহ বিশ্বের কোনো ভূখন্ডই যেনো অপর রাষ্ট্র বা ভূখন্ডের বিরুদ্ধে সন্ত্রাসী পরিকল্পনা, সন্ত্রাসী হামলা চালানো, সন্ত্রাসবাদী যোদ্ধাদের আশ্রয় বা প্রশিক্ষণের জন্য ব্যবহৃত না হয়, সেটি নিশ্চায়নের দিকেও জোর দেয়া হয়েছে যৌথ বিবৃতিতে।

আলোচনাকালে ভারত ও ফ্রান্স স্বীয় আঞ্চলিক পরিবেশে সন্ত্রাসবাদী হুমকির বিবর্তন সম্পর্কে নিজেদের মূল্যায়ন ভাগ করে নিয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে। পাশাপাশি আফগান ভূখণ্ড যেনো আঞ্চলিক বা বৈশ্বিকভাবে মৌলবাদ ও সন্ত্রাসবাদের উৎস না হয়ে যায়, সে বিষয়েও নিজেদের পর্যবেক্ষণ ভাগাভাগি করে নিয়েছে দেশ দুটো।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গত আগস্ট মাসে গৃহীত ২৫৯৩ নং রেজুলেশন নিয়েও বৈঠকে বিস্তর আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ২৫৯৩ নং রেজুলেশন মতে, কোনো সন্ত্রাসী ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করতে কিংবা পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহে সন্ত্রাসী হামলা চালাতে কিংবা সন্ত্রাসবাদী কর্মকান্ড পরিচালনা করতে আফগানিস্তানের ভূখন্ড ব্যবহার করতে পারবেনা।

সন্ত্রাস দমন ছাড়াও আলোচনাকালে অবৈধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অস্ত্র চোরাচালান প্রতিরোধ, উগ্রবাদ ও সহিংস চরমপন্থা মোকাবেলা, সন্ত্রাসবাদের অর্থায়ন প্রতিরোধ এবং ইন্টারনেটের অপব্যবহার রোধে নিয়মিত পারস্পরিক তথ্য আদান-প্রদান সহ সম্পর্কের ঘনিষ্ঠতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করেছে ভারত ও ফ্রান্স।

এসময়, সন্ত্রাস দমনে ও সন্ত্রাসবাদীদের মোকাবেলায় নিজেদের প্রতিরক্ষা সংস্থাগুলোর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়েও ঐক্যমত্য পোষণ করেছে বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধি দল। আলোচনায়, বহুপাক্ষিক ফোরামগুলোতে পারস্পরিক স্বার্থ সংরক্ষণের বিষয়েও নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশ দুটো।

ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধিত্বের বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে। তাছাড়া, ভারত সরকার ঘোষিত ‘নো মানি ফর টেরর’ -আন্তর্জাতিক সম্মেলনের তৃতীয় সংস্করণের প্রস্তুতি নিয়েও আলোচনা করেন প্রতিনিধি দল।

বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সন্ত্রাস দমন) মহাবীর সিংভি, ফরাসি পক্ষের নেতৃত্বে ছিলেন ফ্রান্সের ইউরোপ এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের কৌশলগত, নিরাপত্তা ও নিরস্ত্রীকরণ বিষয়ক পরিচালক ফিলিপ বার্টাক্স। বৈঠকে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞরাও অংশ নেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

সন্ত্রাসবাদ মোকাবেলায় একত্রে কাজ করবে ভারত ও ফ্রান্স

প্রকাশ: ০২:৫৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১

সন্ত্রাসবাদ মোকাবেলায় একত্রে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ভারত ও ফ্রান্স। ১৭ নভেম্বর, বুধবার, দেশ দুটোর সন্ত্রাসবাদ বিরোধী যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৫ তম বৈঠকে এ বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। এসময় সন্ত্রাসবাদ রুখতে চিহ্নিত সন্ত্রাসী ব্যাক্তি, সত্তা ও গোষ্ঠীকে নিষিদ্ধ করার বিষয়েও মতবিনিময় করেছে দেশ দুটোর প্রতিনিধি দল। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতি অনুসারে জানা যায়, ভারত ও ফ্রান্স উভয় পক্ষই আল-কায়েদা, আইএসআইএস/দায়েশ, লস্কর ই-তৈয়্যবা (এলইটি), জইশ-ই-মোহাম্মদ (জেএম), হিজবুল মুজাহিদিন সহ সমস্ত সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। পাশাপাশি চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধীদের পরিকল্পিতভাবে দ্রুত বিচারের আওতায় আনার বিষয়ে আলোচনা করেছে তাঁরা।

পাশাপাশি আফগানিস্তান সহ বিশ্বের কোনো ভূখন্ডই যেনো অপর রাষ্ট্র বা ভূখন্ডের বিরুদ্ধে সন্ত্রাসী পরিকল্পনা, সন্ত্রাসী হামলা চালানো, সন্ত্রাসবাদী যোদ্ধাদের আশ্রয় বা প্রশিক্ষণের জন্য ব্যবহৃত না হয়, সেটি নিশ্চায়নের দিকেও জোর দেয়া হয়েছে যৌথ বিবৃতিতে।

আলোচনাকালে ভারত ও ফ্রান্স স্বীয় আঞ্চলিক পরিবেশে সন্ত্রাসবাদী হুমকির বিবর্তন সম্পর্কে নিজেদের মূল্যায়ন ভাগ করে নিয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে। পাশাপাশি আফগান ভূখণ্ড যেনো আঞ্চলিক বা বৈশ্বিকভাবে মৌলবাদ ও সন্ত্রাসবাদের উৎস না হয়ে যায়, সে বিষয়েও নিজেদের পর্যবেক্ষণ ভাগাভাগি করে নিয়েছে দেশ দুটো।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গত আগস্ট মাসে গৃহীত ২৫৯৩ নং রেজুলেশন নিয়েও বৈঠকে বিস্তর আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ২৫৯৩ নং রেজুলেশন মতে, কোনো সন্ত্রাসী ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করতে কিংবা পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহে সন্ত্রাসী হামলা চালাতে কিংবা সন্ত্রাসবাদী কর্মকান্ড পরিচালনা করতে আফগানিস্তানের ভূখন্ড ব্যবহার করতে পারবেনা।

সন্ত্রাস দমন ছাড়াও আলোচনাকালে অবৈধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অস্ত্র চোরাচালান প্রতিরোধ, উগ্রবাদ ও সহিংস চরমপন্থা মোকাবেলা, সন্ত্রাসবাদের অর্থায়ন প্রতিরোধ এবং ইন্টারনেটের অপব্যবহার রোধে নিয়মিত পারস্পরিক তথ্য আদান-প্রদান সহ সম্পর্কের ঘনিষ্ঠতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করেছে ভারত ও ফ্রান্স।

এসময়, সন্ত্রাস দমনে ও সন্ত্রাসবাদীদের মোকাবেলায় নিজেদের প্রতিরক্ষা সংস্থাগুলোর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়েও ঐক্যমত্য পোষণ করেছে বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধি দল। আলোচনায়, বহুপাক্ষিক ফোরামগুলোতে পারস্পরিক স্বার্থ সংরক্ষণের বিষয়েও নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশ দুটো।

ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধিত্বের বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে। তাছাড়া, ভারত সরকার ঘোষিত ‘নো মানি ফর টেরর’ -আন্তর্জাতিক সম্মেলনের তৃতীয় সংস্করণের প্রস্তুতি নিয়েও আলোচনা করেন প্রতিনিধি দল।

বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সন্ত্রাস দমন) মহাবীর সিংভি, ফরাসি পক্ষের নেতৃত্বে ছিলেন ফ্রান্সের ইউরোপ এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের কৌশলগত, নিরাপত্তা ও নিরস্ত্রীকরণ বিষয়ক পরিচালক ফিলিপ বার্টাক্স। বৈঠকে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞরাও অংশ নেন। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক