ভারত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি বিস্তৃত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধি নিশ্চায়নে অঞ্চলটির অন্যতম বৃহত্তম এবং প্রসিদ্ধ সংস্থা ‘ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন’কে (IORA) শক্তিশালী করতে নয়াদিল্লী দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডঃ রাজকুমার রঞ্জন সিং।
১৭ নভেম্বর, ২০২১, বুধবার, ঢাকায় অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের ২১ তম বার্ষিক মন্ত্রী পরিষদের বৈঠকে বক্তৃতাকালে এ কথা বলেন মন্ত্রী। এসময়, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে ‘ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন’কে শক্তিশালী করতে ভারতের অবদানের কথা তুলে ধরেন তিনি।
পাশাপাশি করোনা মহামারী মোকাবেলায় গোটা অঞ্চলের মধ্যে প্রথম প্রতিক্রিয়াকারী হিসেবে ভারতের অনবদ্য ভূমিকার কথাও তুলে ধরেন মন্ত্রী রঞ্জন সিং। IORA-কে শক্তিশালী করতে ভারতের গৃহীত সাম্প্রতিক পদক্ষেপ গুলোও সবার সামনে ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরে IORA সচিবালয়কে সহায়তা করা, সংশ্লিষ্ট রাষ্ট্রসমূহে যোগব্যায়াম এবং প্রথাগত ওষুধ সরবরাহ, রিমোট সেন্সিং প্রযুক্তি হস্তান্তর, মহাসাগর ডেটা ম্যানেজমেন্ট বৃদ্ধি সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে IORA –এর নেতৃত্ব দিয়েছে ভারত।
নিজ বক্তব্যকালে, IORA –এর সভাপতিত্ব গ্রহণ করায় বাংলাদেশকে অভিনন্দন বার্তা জ্ঞাপন করেছেন রাজকুমার। পাশাপাশি সংস্থার পরবর্তী মহাসচিব নির্বাচিত হওয়ায় ইন্দোনেশিয়ার জন্য রাষ্ট্রদূত সালমান আল-ফারসিকে শুভেচ্ছা জানান মন্ত্রী। সংস্থার নতুন সদস্য হিসেবে রাশিয়ান ফেডারেশনের অন্তর্ভূক্তিকেও স্বাগত জানিয়েছেন তিনি। বৈঠক শেষে ‘ঢাকা কমিউনিক’ গৃহীত হয়। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক