০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইউনেস্কো কার্যনির্বাহী বোর্ডে পুনর্নির্বাচিত ভারত

জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কোর কার্যনির্বাহী বোর্ডে ২০২১-২৫ মেয়াদে পুনর্নির্বাচিত হয়েছে ভারত। গত ১৭ নভেম্বর, বুধবার, ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অনুষ্ঠিত এক নির্বাচনে ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৬৪ সদস্যের ভোট পেয়ে নির্বাচিত হয় ভারত। উল্লেখ্য, চার বছর মেয়াদী ইউনেস্কোর কার্যনির্বাহী বোর্ডের সদস্য সংখ্যা ৫৮।

নির্বাচনে জয়ী হওয়ার পরই এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করে প্যারিসে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি দল। সেখানে তাঁরা লিখেছে, “ভারত ১৬৪ ভোট পেয়ে ২০২১-২৫ মেয়াদে ইউনেস্কোর নির্বাহী বোর্ডে পুনরায় নির্বাচিত হয়েছে।”

পরক্ষণেই টুইটবার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি লিখেছেন, “এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং ইউনেস্কোতে ভারতের স্থায়ী প্রতিনিধি দলের ভালো কাজের প্রাপ্ত ফল।”

প্রায় একই সুরে টুইট করেছেন ভারতের সংস্কৃতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি-ও। ভারতকে সমর্থন জানানো সদস্য রাষ্ট্র সমূহের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

প্রসঙ্গত, ইউনেস্কো জাতিসংঘের তিনটি সাংবিধানিক সংস্থার একটি। এর নেতৃত্ব সাধারণ সম্মেলনের মাধ্যমে নির্বাচন করা হয়। সারা বিশ্বে সাংস্কৃতিক ও শিক্ষামূলক কাজের প্রসার করে থাকে সংস্থাটি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

ইউনেস্কো কার্যনির্বাহী বোর্ডে পুনর্নির্বাচিত ভারত

প্রকাশ: ০২:১৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১

জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কোর কার্যনির্বাহী বোর্ডে ২০২১-২৫ মেয়াদে পুনর্নির্বাচিত হয়েছে ভারত। গত ১৭ নভেম্বর, বুধবার, ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অনুষ্ঠিত এক নির্বাচনে ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৬৪ সদস্যের ভোট পেয়ে নির্বাচিত হয় ভারত। উল্লেখ্য, চার বছর মেয়াদী ইউনেস্কোর কার্যনির্বাহী বোর্ডের সদস্য সংখ্যা ৫৮।

নির্বাচনে জয়ী হওয়ার পরই এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করে প্যারিসে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি দল। সেখানে তাঁরা লিখেছে, “ভারত ১৬৪ ভোট পেয়ে ২০২১-২৫ মেয়াদে ইউনেস্কোর নির্বাহী বোর্ডে পুনরায় নির্বাচিত হয়েছে।”

পরক্ষণেই টুইটবার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি লিখেছেন, “এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং ইউনেস্কোতে ভারতের স্থায়ী প্রতিনিধি দলের ভালো কাজের প্রাপ্ত ফল।”

প্রায় একই সুরে টুইট করেছেন ভারতের সংস্কৃতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি-ও। ভারতকে সমর্থন জানানো সদস্য রাষ্ট্র সমূহের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

প্রসঙ্গত, ইউনেস্কো জাতিসংঘের তিনটি সাংবিধানিক সংস্থার একটি। এর নেতৃত্ব সাধারণ সম্মেলনের মাধ্যমে নির্বাচন করা হয়। সারা বিশ্বে সাংস্কৃতিক ও শিক্ষামূলক কাজের প্রসার করে থাকে সংস্থাটি। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক