০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পারস্য উপসাগরে আইএনএস ত্রিকন্দ মোতায়েন করেছে ভারত

পারস্য উপসাগরীয় অঞ্চলে নজরদারি বাড়াতে নিজস্ব যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারতীয় নৌবাহিনী। ১৮ নভেম্বর, বৃহস্পতিবার, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সমুদ্রপথে বাণিজ্য নিরাপদ ও চলাচল নির্বিঘ্ন করতে এবং একই সঙ্গে পারস্য ও ওমান উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তায় অবদান রাখতে ‘অপারেশন সংকল্প’ চালু করেছে ভারত। এর আওতায় ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস ত্রিকন্দ’ -কে অঞ্চলটিতে মোতায়েন করা হয়েছে।

অত্র এলাকায় ভারতীয় নৌবাহিনীর ফ্রন্টলাইন জাহাজটি মোতায়েনের বিশদ বিবরণ দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটি গত ১৩ নভেম্বর তিন দিনের অপারেশনাল টার্ন রাউন্ডের জন্য বাহরাইনের মানামায় প্রবেশ করে। সেখানে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায়ও অংশ নেয় জাহাজটির ক্রু মেম্বারগণ। এরপর গত ১৫ নভেম্বর বাহরাইনের কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (সিএমএফ) এর সদর দফতর পরিদর্শন করেন আইএনএস ত্রিকন্দের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন হরিশ বহুগুনা। সিএমএফের ডেপুটি কমান্ডার কমডোর এডওয়ার্ড আহলগ্রেনের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

তাছাড়া, বাহরাইনে ভারতের রাষ্ট্রদূত পীযূষ শ্রীবাস্তবের সঙ্গেও সাক্ষাৎ করেছেন আইএনএস ত্রিকন্দের কমান্ডার। বৈঠকে, দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে আইএনএস ত্রিকন্দের বর্তমান ও পূর্বেকার সকল অবদানের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত শ্রীবাস্তব। পরবর্তীতে আইএনএস ত্রিকন্দে পরিদর্শনও করেন তিনি।

উল্লেখ্য, আইএনএস ত্রিকন্দ হচ্ছে একটি অত্যাধুনিক গাইডেড মিসাইল স্টিলথ ফ্রিগেট। এটি ভারতীয় নৌবাহিনীর ওয়েস্টার্ন ফ্লিটের অংশ যা মুম্বাইতে অবস্থিত পশ্চিম নৌ কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফের অধীনে কাজ করে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:

পারস্য উপসাগরে আইএনএস ত্রিকন্দ মোতায়েন করেছে ভারত

প্রকাশ: ০১:৫৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১

পারস্য উপসাগরীয় অঞ্চলে নজরদারি বাড়াতে নিজস্ব যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারতীয় নৌবাহিনী। ১৮ নভেম্বর, বৃহস্পতিবার, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সমুদ্রপথে বাণিজ্য নিরাপদ ও চলাচল নির্বিঘ্ন করতে এবং একই সঙ্গে পারস্য ও ওমান উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তায় অবদান রাখতে ‘অপারেশন সংকল্প’ চালু করেছে ভারত। এর আওতায় ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস ত্রিকন্দ’ -কে অঞ্চলটিতে মোতায়েন করা হয়েছে।

অত্র এলাকায় ভারতীয় নৌবাহিনীর ফ্রন্টলাইন জাহাজটি মোতায়েনের বিশদ বিবরণ দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটি গত ১৩ নভেম্বর তিন দিনের অপারেশনাল টার্ন রাউন্ডের জন্য বাহরাইনের মানামায় প্রবেশ করে। সেখানে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায়ও অংশ নেয় জাহাজটির ক্রু মেম্বারগণ। এরপর গত ১৫ নভেম্বর বাহরাইনের কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (সিএমএফ) এর সদর দফতর পরিদর্শন করেন আইএনএস ত্রিকন্দের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন হরিশ বহুগুনা। সিএমএফের ডেপুটি কমান্ডার কমডোর এডওয়ার্ড আহলগ্রেনের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

তাছাড়া, বাহরাইনে ভারতের রাষ্ট্রদূত পীযূষ শ্রীবাস্তবের সঙ্গেও সাক্ষাৎ করেছেন আইএনএস ত্রিকন্দের কমান্ডার। বৈঠকে, দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে আইএনএস ত্রিকন্দের বর্তমান ও পূর্বেকার সকল অবদানের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত শ্রীবাস্তব। পরবর্তীতে আইএনএস ত্রিকন্দে পরিদর্শনও করেন তিনি।

উল্লেখ্য, আইএনএস ত্রিকন্দ হচ্ছে একটি অত্যাধুনিক গাইডেড মিসাইল স্টিলথ ফ্রিগেট। এটি ভারতীয় নৌবাহিনীর ওয়েস্টার্ন ফ্লিটের অংশ যা মুম্বাইতে অবস্থিত পশ্চিম নৌ কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং-ইন-চিফের অধীনে কাজ করে। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক