দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনায় প্রথমবারের মতো পররাষ্ট্র কর্মকর্তা পর্যায়ে আলোচনায় বসেছে ভারত ও লুক্সেমবার্গ। গত ১২ নভেম্বর, শুক্রবার, লুক্সেমবার্গের রাজধানী শহরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতীয় পররাষ্ট্র দপ্তরের সচিব (ওয়েস্ট) রিনাত সান্ধু এবং লুক্সেমবার্গের প্রতিনিধিত্ব করেন দেশটির পররাষ্ট্র ও ইউরোপ বিষয়ক দপ্তরের মহাসচিব সিলভি লুকাস।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারত ও লুক্সেমবার্গের মধ্যে প্রথমবারের মতো আয়োজিত ফরেন অফিস কনসালটেশন (এফওসি) –এ গত ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের সময় গৃহীত বিভিন্ন যৌথ ঘোষণার অগ্রগতি পর্যালোচনা করা হয়।
জানা গিয়েছে, বাণিজ্য ও বিনিয়োগ, ইস্পাত, মহাকাশ, আইসিটি, উদ্ভাবন, স্টার্ট আপ, উত্পাদন, স্বয়ংচালিত, টেকসই উন্নয়ন, পুনর্নবীকরণযোগ্য শক্তি, এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে বিস্তর আলোচনা করেছে দু পক্ষ।
আলোচনা শেষে সম্পর্কের এ যাবত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে উভয় পক্ষই। তবে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে সম্মত হয়েছে দু পক্ষই। রোডম্যাপ-২০২৫ এর আওতায় ভারত-ইইউ কৌশলগত অংশীদারিত্বের গুরুত্ব নিয়ে আলোচনা করে তাঁরা।
এসময়, সাম্প্রতিক ভারত-ইইউ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বৈঠকে। বিশেষত গত মে মাসে পোর্তোতে অনুষ্ঠিত ভারত-ইইউ শীর্ষ সম্মেলনের পর দু পক্ষের মধ্যকার সম্পর্ক নতুন মাত্রা লাভ করায় বিষয়টি লুক্সেমবার্গের সঙ্গে সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে একমত পোষণ করে ভারত ও লুক্সেমবার্গের পররাষ্ট্র কর্তাগণ।
সূত্র মতে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা শেষ হয় গতকালের বৈঠকটি। জাতিসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা সহ অন্য সকল আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে এঁকে অন্যকে সমর্থনের বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দু পক্ষই।
পারস্পরিক সুবিধাজনক সময়ে পরবর্তী বৈঠকটি আয়োজনের বিষয়ে সম্মত হয়েছেন কর্তাগণ।
উল্লেখ্য, গত ২০২০ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ের বেটেলের মধ্যে ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের পরে সম্পর্কের গতি নতুন মাত্রা লাভ করে দু দেশের মধ্যে।
তথ্যসূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক