মহামারী পরবর্তী বাস্তবতায় অর্থনীতির চাকা পুনরুজ্জীবিত করতে এঁকে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছে ভারত ও ভিয়েতনাম। ১২ নভেম্বর, শুক্রবার, গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে মতবিনিময় করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক দিক পর্যালোচনা করতে আলোচনায় বসেন দেশ দুটোর পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাগণ।
ভারত ও ভিয়েতনামের পররাষ্ট্র কর্তাদের মধ্যে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত রাজনৈতিক ও কূটনৈতিক পরামর্শের ১১ তম রাউন্ড এবং কৌশলগত সংলাপের ৮ম রাউন্ডে ভারতীয় পক্ষের প্রতিনিধিত্ব করেছেন ভারতীয় পররাষ্ট্র দপ্তরের সচিব (পূর্ব) রিভা গাঙ্গুলী দাশ। অন্যদিকে, ভিয়েতনামের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুয়েন কুক জুং।
এসময়, উভয় পক্ষই গত বছর ডিসেম্বরে ভারত ও ভিয়েতনামের প্রধানমন্ত্রীদের মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল সম্মেলনে গৃহীত বিভিন্ন পদক্ষেপের পর্যালোচনা করেন। এছাড়াও, দু দেশের পররাষ্ট্র মন্ত্রীদের স্বাক্ষর করা ২০২১-২৩ অবধি সময়কালের জন্য গৃহীত কর্ম পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা করেন তাঁরা। মহামারীর বাঁধা সত্ত্বেও দ্বিপাক্ষিক সকল কাজের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করে দু পক্ষই।
আলোচনাকালে, ভারতের কুইক ইমপ্যাক্ট প্রজেক্ট, আইটিইসি এবং ই-আইটিইসি উদ্যোগ, পিএইচডি ফেলোশিপ, ডিজিটাল সংযোগ এবং ঐতিহ্য সংরক্ষণের মতো উদ্যোগের মাধ্যমে ভিয়েতনামের সঙ্গে সম্পর্ক উন্নয়ন প্রচেষ্টার কথা উল্লেখ করেন ভারতীয় পররাষ্ট্র দপ্তরের সচিব (পূর্ব) রিভা গাঙ্গুলী দাশ।
তাছাড়া, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহ বহুপাক্ষিক সকল ফোরামে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার ব্যাপারে ঐক্যমত্য প্রকাশ করেছেন ভারত ও ভিয়েতনামের কর্মকর্তাগণ। উল্লেখ্য, বর্তমানে উভয় রাষ্ট্রই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে।
জানা গিয়েছে, ভারতের ইন্দো-প্যাসিফিক মহাসাগর উদ্যোগ এবং আসিয়ান দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত পোষণ করেছে ভিয়েতনাম। গোটা অঞ্চলে সমৃদ্ধি, নিরাপত্তা ও শান্তি অর্জনে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি করার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে দেশ দুটো।
তথ্যসূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক