ভারতের নেতৃত্বাধীন আন্তর্জাতিক সৌর জোটে (আইএসএ) যোগ দিলো মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের ১০১ তম রাষ্ট্র হিসেবে গুরুত্বপূর্ণ এই প্ল্যাটফর্মে যোগ দিলো দেশটি।
গত ১০ নভেম্বর, বুধবার, মার্কিন রাষ্ট্রপতির জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরির নেতৃত্বে আন্তর্জাতিক সৌর জোটের কাঠামোতে স্বাক্ষর করেছে দেশটি। জোটে যোগদানের পর নিজ বক্তব্যে জন কেরি বলেন, “আন্তর্জাতিক সৌরজোটে যোগ দিতে পেরে অত্যন্ত আনন্দিত। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জোট গঠনে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। বিশ্বব্যাপী সৌর শক্তির উপযুক্ত ব্যবহার নিশ্চায়নে জোটটি শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করতে আন্তর্জাতিক সৌর জোট অত্যন্ত গুরুত্বপূর্ণ মঞ্চ বলেও মন্তব্য করেছেন জন কেরি।
যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে যারপরনাই সন্তুষ্টি প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাক্ষর অনুষ্ঠানের পরপরই এক টুইটবার্তায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।
বাইডেন সরকারের এমন সিদ্ধান্ত যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুতকরণে ব্যাপক ভূমিকা রাখতে যাচ্ছে, সেটি স্মরণ করিয়ে দেন ভারতীয় প্রধানমন্ত্রী।
১০১ তম সদস্য হিসেবে আন্তর্জাতিক সৌর জোটে যুক্তরাষ্ট্রের যোগদানকে বড় পদক্ষেপ ও অগ্রগতি বলে আখ্যা দিয়েছেন ভারতীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব। যুক্তরাষ্ট্র সৌরজোটে যোগ দেয়ায় জোটের কর্মকান্ড নতুন মাত্রা পাবে বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আন্তর্জাতিক সৌর জোটের ডিরেক্টর জেনারেল অজয় মাথুর। বিশ্বব্যাপী পরিবেশবাদী আন্দোলনে এটি এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ২০১৫ সালে অনুষ্ঠিত কোপ-২১ শীর্ষ সম্মেলনের সময় আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সৌর জোটের কথা ঘোষণা করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেসময়কার ফরাসী রাষ্ট্রপতি ফ্রাঙ্কো হলান্ডের সঙ্গে মিলে এ ঘোষণা দিয়েছিলেন তিনি।
সৌরজোটে যোগদান পরবর্তী বক্তব্যে কার্বন নিঃসরণ দ্রুত কমানো এবং ২০৫০ নাগাদ তা শুন্যের কোটায় নামিয়ে আনার পূর্ব অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন জন কেরি।
তথ্যসূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক