কৃষি, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, উদ্ভাবন এবং পুনর্নবীকরণযোগ্য প্রযুক্তি খাতে সম্পর্ক জোরদারে আলোচনায় বসেছে ভারত ও নেদারল্যান্ডস। গত ১০ নভেম্বর, বুধবার, নেদারল্যান্ডস এর রাজধানী হেগ শহরে ভারত ও নেদারল্যান্ডস এর পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের মধ্যকার পরামর্শ সভায় এসব আলোচনা করে উভয় পক্ষ।
বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভারতীয় পররাষ্ট্র দপ্তরের সচিব (পশ্চিম) রিনাত সান্ধু এবং ডাচ পক্ষের নেতৃত্বে ছিলেন ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব পল হুইজটস। ভারতীয় পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।
উল্লেখ্য, গণতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী ভারত ও নেদারল্যান্ডস উভয় রাষ্ট্রের মধ্যে দৃঢ় ও ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান।
চলতি বছর এপ্রিলে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের পর গতি এসেছে দ্বিপাক্ষিক সম্পর্কে।
জানা গিয়েছে, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক অবস্থা পর্যালোচনা করেছেন উভয় পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাগণ।
ভারতীয় কর্মকর্তাদের সুবাদে জানা গিয়েছে, ভারতে বিনিয়োগকারী শীর্ষ পাঁচটি দেশের মধ্যে নেদারল্যান্ডস একটি। ভারতে উৎপাদন, পরিচ্ছন্ন শক্তির ব্যবহার বৃদ্ধি এবং আত্মনির্ভর ভারত গঠনে ডাচ কোম্পানী গুলোর বৃহৎ ভূমিকার কথা স্মরণ করেন তারা।
এছাড়াও, সাম্প্রতিক আফগান পরিস্থিতি, ইন্দো-প্যাসিফিক মেরিটাইম কো-অপারেশন এবং অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে মতবিনিময় করে দু পক্ষ।
সম্প্রতি শেষ হওয়া জি-২০ শীর্ষ বৈঠক এবং কোপ-২৬ শীর্ষ সম্মেলন নিয়েও আলোচনা হয় ভারতীয় ও নেদারল্যান্ডস এর কর্মকর্তাদের মধ্যে।
প্রসঙ্গত, চলতি বছর কূটনৈতিক সম্পর্কের ৭৫ তম বর্ষ উদযাপন করছে ভারত ও নেদারল্যান্ডস।
তথ্যসূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক