আগামী ১০ নভেম্বর দিল্লীতে আফগান ইস্যুতে উচ্চ স্তরের আঞ্চলিক নিরাপত্তা সংলাপ আয়োজন করতে চলেছে ভারত। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে অনুষ্ঠিতব্য এই বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এর আগে সর্বশেষ ২০১৮ এবং ২০১৯ সালে ইরানে আফগান ইস্যুতে নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়েছিলো। গতবছর করোনার কারণে সংলাপটি বাতিল হয়ে যায়।
জানা গিয়েছে, চীন এবং পাকিস্তানকেও সংলাপে অংশ নেয়ার আমন্ত্রণ জানানো হয়েছিলো। এছাড়াও, ইরান, কাজাখস্তান, কিরগিজ প্রজাতন্ত্র, রাশিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করে বার্তা দিয়েছে।
তালেবান ক্ষমতা দখলের পর আফগান ইস্যুতে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য এই বৈঠকটি বেশ তাৎপর্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। তবে পাকিস্তান এবং চীন সংলাপটিতে অংশগ্রহণ করবেনা বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছে।
পাকিস্তানের অংশগ্রহণ না করার বিষয়টিকে দুর্ভাগ্যজনক হিসেবে আখ্যা দিয়েছে ভারতীয় বোদ্ধামহল। তবে বিষয়টি যে আফগানিস্তানে তালেবান শাসনকে বৈধতা দেয়ার প্রচেষ্টা, সে বিষয়ে ঐক্যমত্য প্রকাশ করেছে নিরাপত্তা বিশ্লেষকগণ।
তবে, অংশগ্রহণ করতে চলা সকল রাষ্ট্রের প্রতিনিধিদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। আঞ্চলিক নিরাপত্তায় সংলাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে তাঁরা।
অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিত্ব করবেন যথাক্রমে,
* ইরান – রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি¸ সচিব, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল
* কাজাখস্তান – করিম মাসিমভ, জাতীয় নিরাপত্তা কমিটির চেয়ারম্যান
* কিরগিজস্তান – মারাত মুকানোভিচ ইমানকুলভ, কিরগিজ প্রজাতন্ত্রের নিরাপত্তা পরিষদের সচিব
* রাশিয়া – নিকোলাই পি পাত্রুশেভ, রাশিয়ান ফেডারেশনের নিরাপত্তা পরিষদের সচিব
* তাজিকিস্তান – নসরুল্লো রহমতজন মাহমুদজোদা, সচিব, তাজিকিস্তানের নিরাপত্তা পরিষদ
* তুর্কমেনিস্তান – চ্যারিমিরাত কাকালিয়েভিচ আমাভভ, তুর্কমেনিস্তানের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী পরিষদের ডেপুটি চেয়ারম্যান এবং সেক্রেটারি, স্টেট সিকিউরিটি কাউন্সিল
* উজবেকিস্তান – ভিক্টর মাখমুদভ, উজবেকিস্তান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির অধীনে নিরাপত্তা পরিষদের সচিব।
তথ্যসূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক