চারদিনের সফরে ভারত আসছেন নেপালের সেনাপ্রধান জেনারেল প্রভু রাম শর্মা। ০৯ নভেম্বর, মঙ্গলবার, ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানের আমন্ত্রণে নয়াদিল্লীর উদ্দেশ্যে নিজ দেশ ত্যাগ করেছেন তিনি। জেনারেল শর্মার সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী ও নেপালি আর্মি ওয়াইভস অ্যাসোসিয়েশনের (NAWA) চেয়ারপার্সন সুনিতা শর্মা। নেপাল সেনাবাহিনীর বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
জানা গিয়েছে, আগামী ১০ নভেম্বর, সফররত নেপাল সেনাপ্রধানকে ভারতীয় সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদে ভূষিত করবেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এছাড়াও, সফরকালে ভারতীয় প্রতিরক্ষা সচিব অজয়কুমার, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে এবং এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার।
নেপাল সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ভারতের উদ্দেশ্যে দেশ ত্যাগের পূর্বে গার্ড অব অনার গ্রহণ করেন জেনারেল শর্মা। সেসময় উপস্থিত ছিলেন, নেপালে ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা, নেপালি সেনাবাহিনীর জেনারেল অফিসারগণ এবং আবাসিক প্রতিরক্ষা অ্যাটাচেরা।
উল্লেখ্য, ১৯৫০ এর দশক থেকেই ভারত ও নেপালের সেনাবাহিনী নিজেদের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠতার স্বীকৃতি স্বরূপ এঁকে অপরের সেনাপ্রধানকে সম্মানসূচক জেনারেল পদে ভূষিত করে আসছে। প্রতিরক্ষা খাতে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ভারত ও নেপালের মধ্যে। ভারত নেপাল সেনাবাহিনীকে আধুনিকীকরণে সরঞ্জাম সরবরাহ ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সহায়তা করছে।
এছাড়াও, বিভিন্ন দুর্যোগের সময় সহায়তা, যৌথ সামরিক মহড়া, দুঃসাহসিক কার্যকলাপ এবং দ্বিপাক্ষিক সফরের মাধ্যমে নেপাল সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে ভারত। নেপাল সেনাবাহিনীর অনেক অফিসারই ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে নানান কোর্সে অংশগ্রহণ করে। তাছাড়া, প্রায়শই যৌথ মহড়ায় অংশ নেয় ভারত ও নেপালের সামরিক বাহিনীর সদস্যগণ।
গত বছরও নেপাল সফরে গিয়েছিলেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে। সেবার উপহারস্বরূপ নেপাল সেনাবাহিনীর জন্য এক্স-রে মেশিন সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামাদি নিয়ে গিয়েছিলেন তিনি।
করোনাকালেও দু দেশের মধ্যে ঘনিষ্ঠ বিনিময় ব্যবস্থা লক্ষ্য করা গিয়েছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক