০৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

পোপের সঙ্গে মোদীর সাক্ষাৎ, জানালেন ভারত সফরের আমন্ত্রণ

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩০ অক্টোবর, শনিবার, ভ্যাটিকানে সিটিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। পোপের সঙ্গে সাক্ষাতের সময় মোদীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও উপস্থিত ছিলেন।

পরবর্তীতে এক টুইটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মোদী নিজেই। টুইটার হ্যান্ডেলে মোদী পোস্ট করেন পোপকে আলিঙ্গন করার ছবি। সেই পোস্টে তিনি লেখেন, “উষ্ণ সাক্ষাৎকার হয়েছে পোপ ফ্রান্সিসের সঙ্গে। বেশ কিছু বিষয় নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করার সুযোগ হয়েছে। আমি তাঁকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছি।”

সূত্র জানিয়েছে, মাত্র বিশ মিনিট বৈঠকের কথা থাকলেও বৈঠকটি শেষ পর্যন্ত চলে প্রায় ঘন্টাখানেক। প্রসঙ্গত, পঞ্চম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে পোপের সঙ্গে সাক্ষাৎ করলেন মোদী। এর আগে সর্বশেষ ১৯৯৯ সালে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাবস্থায় ভারত সফর করেছিলেন তৎকালীন পোপ দ্বিতীয় জন পল।

জানা গিয়েছে, বেকারত্ব নিরসন, দারিদ্র্য দূরীকরণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় লড়াই এবং মহামারী প্রতিরোধ সহ নানান বৈশ্বিক ইস্যুতে আলোচনা করেন মোদী এবং পোপ ফ্রান্সিস। তবে আলোচনায় নির্দিষ্ট কোনো ইস্যু ছিলো না বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র সচিব শ্রী হর্ষবর্ধন শ্রিংলা।

উল্লেখ্য, বর্তমানে তিনদিনের সফরে ইতালীর রোমে অবস্থান করছেন মোদী। ইতালীর প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির আমন্ত্রণে দেশটি সফরে গিয়েছেন তিনি। সেখানে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার কথা রয়েছে তাঁর।

তথ্যসূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক

ট্যাগ:
জনপ্রিয়

পোপের সঙ্গে মোদীর সাক্ষাৎ, জানালেন ভারত সফরের আমন্ত্রণ

প্রকাশ: ০৪:৪২:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩০ অক্টোবর, শনিবার, ভ্যাটিকানে সিটিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। পোপের সঙ্গে সাক্ষাতের সময় মোদীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও উপস্থিত ছিলেন।

পরবর্তীতে এক টুইটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন মোদী নিজেই। টুইটার হ্যান্ডেলে মোদী পোস্ট করেন পোপকে আলিঙ্গন করার ছবি। সেই পোস্টে তিনি লেখেন, “উষ্ণ সাক্ষাৎকার হয়েছে পোপ ফ্রান্সিসের সঙ্গে। বেশ কিছু বিষয় নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করার সুযোগ হয়েছে। আমি তাঁকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছি।”

সূত্র জানিয়েছে, মাত্র বিশ মিনিট বৈঠকের কথা থাকলেও বৈঠকটি শেষ পর্যন্ত চলে প্রায় ঘন্টাখানেক। প্রসঙ্গত, পঞ্চম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে পোপের সঙ্গে সাক্ষাৎ করলেন মোদী। এর আগে সর্বশেষ ১৯৯৯ সালে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাবস্থায় ভারত সফর করেছিলেন তৎকালীন পোপ দ্বিতীয় জন পল।

জানা গিয়েছে, বেকারত্ব নিরসন, দারিদ্র্য দূরীকরণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় লড়াই এবং মহামারী প্রতিরোধ সহ নানান বৈশ্বিক ইস্যুতে আলোচনা করেন মোদী এবং পোপ ফ্রান্সিস। তবে আলোচনায় নির্দিষ্ট কোনো ইস্যু ছিলো না বলে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র সচিব শ্রী হর্ষবর্ধন শ্রিংলা।

উল্লেখ্য, বর্তমানে তিনদিনের সফরে ইতালীর রোমে অবস্থান করছেন মোদী। ইতালীর প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির আমন্ত্রণে দেশটি সফরে গিয়েছেন তিনি। সেখানে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার কথা রয়েছে তাঁর।

তথ্যসূত্র: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক